মহারাষ্ট্রের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে তারকাদের ঝলক

ব্যুরো নিউজ,৬ ডিসেম্বর:মুম্বইয়ের আজাদ ময়দানে গতকাল দেবেন্দ্র ফড়ণভিসের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাজ্যের নতুন সরকার গঠনের এই ঐতিহাসিক মুহূর্তে রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি হাজির ছিলেন বলিউডের একাধিক তারকা। শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে মঞ্চে উপস্থিত ছিলেন শাহরুখ খান, সলমন খান, রণবীর সিং, রণবীর কাপুর, এবং সচিন তেন্ডুলকরসহ আরও অনেকেই।

আরজি কর কাণ্ডঃ নির্যাতিতার বাবা-মা বললেন, ৪ মাস পরেও সুবিচার মেলেনি

আলাপচারিতা


এদিনের অনুষ্ঠানে শাহরুখ খান এবং সলমন খানকে একে অপরের সঙ্গে আলাপচারিতা করতে দেখা যায়। দুজনেই কালো স্যুট এবং কালো রোদ চশমা পরেছিলেন যা তাদের স্টাইলিশ লুককে আরও ফুটিয়ে তোলে। এছাড়া রণবীর সিং এবং রণবীর কাপুরও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রণবীর সিং কালো স্যুট এবং কালো রোদ চশমা পরেছিলেন আর তার মাথায় ছিল ঝুঁটি। অন্যদিকে রণবীর কাপুর সাদা পায়জামা, পঞ্জাবি এবং কোট পরেছিলেন।সস্ত্রীক উপস্থিত ছিলেন ক্রিকেট কিংবদন্তী সচিন তেন্ডুলকরও। সচিনকে তার স্ত্রী অঞ্জলি তেন্ডুলকরের সাথে অনুষ্ঠানস্থলে দেখা যায়। অঞ্জলি তেন্ডুলকর লাল চুড়িদারে অত্যন্ত সুন্দর লাগছিলেন। সচিন এবং রণবীর সিংয়ের মধ্যে হাত মেলানোর একটি মুহূর্তও ক্যামেরাবন্দী হয়।

বাংলাদেশের অশান্তিতে উত্তাল এপার বাংলাঃ রেজওয়ানা চৌধুরী বন্যার শো বাতিলের দাবি

এদিন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন দেবেন্দ্র ফড়ণবিস। শিবসেনার পক্ষ থেকে একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রী করার দাবি উঠেছিল তবে তা বাস্তবায়িত হয়নি। বিজেপির কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে দেবেন্দ্র ফড়ণবিসই মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন আর একনাথ শিন্ডে থাকবেন ডেপুটি মুখ্যমন্ত্রী হিসেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর