ব্যুরো নিউজ,১ মার্চ :একজন মানুষের মানবিক উদ্যোগে ৮০ জন একাকী প্রবীণ নতুন জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন! পুনের মাধব দামলে গত ১২ বছর ধরে “Happy Seniors” নামে একটি সংগঠনের মাধ্যমে একাকী বয়স্ক মানুষদের নতুন সঙ্গী খুঁজে পেতে সাহায্য করছেন।
তরুণের প্রাণ বাঁচালো টুপি কেরামতি দেখুন বিষধর সাপের
কীভাবে শুরু হলো এই মহৎ কাজ?
মাধব প্রথমে একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করেন, যেখানে তিনি বুঝতে পারেন— কেবল থাকার জায়গা নয়, সঙ্গীহীনতা ও একাকীত্ব প্রবীণদের জন্য বড় সমস্যা। করোনাকালে বৃদ্ধাশ্রম বন্ধ থাকলেও, তিনি একা থাকা বয়স্কদের নতুন সঙ্গী খুঁজে দেওয়ার কাজ চালিয়ে যান।
কীভাবে মেলে নতুন সঙ্গী?
✅ মাধবের সংগঠন বয়স্কদের জন্য পিকনিক, সভা ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।
✅ যাঁরা নতুন সঙ্গী চান, তাঁদের পরিচয় ও পছন্দ অনুযায়ী জীবনসঙ্গী খুঁজে দেওয়া হয়।
✅ অনেকেই লিভ-ইন সম্পর্কের মাধ্যমে একে অপরকে জানার সুযোগ পান।
✅ সম্পর্ক সফল হলে তাঁরা বিয়ে করেন, না হলে Contract Agreement-কে Cancellation Deed-এ রূপান্তর করে আলাদা হওয়ার সুযোগ দেওয়া হয়।
দাদু হচ্ছেন সুনীল শেট্টি, কবে আসছে আথিয়া-রাহুলের প্রথম সন্তান?
একটি নতুন জীবন, নতুন সুযোগ
সমাজের প্রচলিত ধ্যানধারণা ভেঙে বয়স্কদের নতুন করে জীবন শুরু করার সুযোগ দেওয়া সত্যিই প্রশংসনীয়। একাকীত্ব কাটিয়ে তাঁদের জীবনে নতুন আনন্দ এনে দিয়েছে মাধব দামলের এই উদ্যোগ।