ব্যুরো নিউজ,১ মার্চ :নতুন মাসের শুরুতেই আবারও বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের (১৯ কেজি) দাম। তবে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের (১৪.২ কেজি) দাম অপরিবর্তিত থাকছে। কলকাতায় ১ মার্চ থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৬ টাকা বেড়ে ১৯১৩ টাকা হয়েছে।
শুরু হচ্ছে বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া
বাণিজ্যিক গ্যাসের নতুন দাম
- কলকাতা: ১৯১৩ টাকা (আগে ছিল ১৯০৭ টাকা)
- দিল্লি: ১৮০৩ টাকা (আগে ছিল ১৭৯৭ টাকা)
- মুম্বই: ১৭৫৫.৫০ টাকা
- চেন্নাই: ১৯৬৫ টাকা
এদিকে, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে বাণিজ্যিক গ্যাসের দাম কমেছিল, কিন্তু মার্চে সামান্য মূল্যবৃদ্ধি হয়েছে।
ঘরোয়া গ্যাসের দাম অপরিবর্তিত
সরকার লোকসভা ভোটের আগে ২০০ টাকা কমানোর পর থেকে ঘরোয়া গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে কলকাতায় ১৪.২ কেজি ভর্তুকিহীন সিলিন্ডার ৮২৯ টাকায় পাওয়া যাবে।
- দিল্লি: ৮০৩ টাকা
- মুম্বই: ৮০২.৫০ টাকা
- চেন্নাই: ৮১৮.৫০ টাকা
আন্ধ্র প্রদেশের বাজেট ২০২৫-২৬ঃ বড় বিনিয়োগ, কৃষি ও উন্নয়নে জোর
উজ্জ্বলা যোজনায় সুবিধা
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত ৩০০ টাকা ভর্তুকি পাওয়া যাবে। ফলে সুবিধাভোগীরা সস্তায় গ্যাস কিনতে পারবেন।
- কলকাতা: ৫২৯ টাকা
- দিল্লি: ৫০৩ টাকা
- মুম্বই: ৫০২.৫০ টাকা
- চেন্নাই: ৫১৮.৫০ টাকা
প্রসঙ্গত, প্রতি মাসের শুরুতেই গ্যাসের দাম পর্যালোচনা করা হয়। যদিও এই মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম সামান্য বেড়েছে, ঘরোয়া সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকায় সাধারণ গ্রাহকরা স্বস্তি পাবেন।