ব্যুরো নিউজ ১ নভেম্বর : কালীপুজোর আবহে কলকাতায় এলপিজি গ্যাসের দাম এক লাফে বেড়ে গিয়েছে ৬১ টাকা। এই দাম বৃদ্ধি বাণিজ্যিক রান্নার গ্যাসের ১৯ কেজি ওজনের সিলিন্ডারের ক্ষেত্রে হয়েছে। ১ নভেম্বর থেকে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম দাঁড়িয়েছে ১,৯১১.৫ টাকা, যেখানে অক্টোবরে এর দাম ছিল ১,৮৫০.৫ টাকা। তবে এই দাম বৃদ্ধি সত্ত্বেও ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে, যা দিওয়ালির সময়টা মাথায় রেখে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
বক্সার জঙ্গলে ছিনতাইয়ের শিকার যুবক, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
কি কি অভিযোগ উঠছে ?
কলকাতার অনেক গৃহস্থ অভিযোগ করছেন যে, তারা ঘরোয়া গ্যাস সিলিন্ডার কিনতে গিয়ে অতিরিক্ত টাকা খরচ করছেন। মূল অভিযোগ হলো, অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রান্নার গ্যাসের ভর্তুকি নিয়মিত জমা পড়ছে না।কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৮২৯ টাকা। সিলিন্ডার পিছু ভর্তুকির পরিমাণ কলকাতা ও শহরতলির গ্রাহকদের অ্যাকাউন্টে ১৯.৫৭ টাকা করে জমা হওয়ার কথা। কিন্তু বিভিন্ন জেলায় এই ভর্তুকির পরিমাণ ১০ টাকা থেকে প্রায় শূন্য পর্যন্ত হয়ে থাকে।আধারভিত্তিক সংযুক্তিকরণের কারণে কিছু গ্রাহকদের ‘লিঙ্ক’ বিচ্ছিন্ন হওয়ার ফলে তারা ভর্তুকি থেকে বঞ্চিত হচ্ছেন। এমনকি সাইবার অপরাধের কারণে অনেকের নামও বাদ পড়ছে বলে অভিযোগ উঠেছে। তবে, বিষয়টির গুরুত্ব বুঝতে পেরে কর্তৃপক্ষ পদক্ষেপ নিয়েছে।
আরামবাগে ডাক্তার দেখানোর নামে ধর্ষণ, গ্রেপ্তার অভিযুক্ত
গত এক বছরে যেসব গ্রাহক গ্যাস সিলিন্ডারের ভর্তুকি পেতে সমস্যার সম্মুখীন হয়েছেন, তাদের একটি তালিকা জ্বালানি সংস্থাগুলির কাছে পাঠানো হয়েছে।এখন কর্তৃপক্ষ সংশ্লিষ্ট গ্যাস ডিস্ট্রিবিউটরদেরকে এই তালিকার ভিত্তিতে দ্রুত কেওয়াইসি যাচাই সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। ভর্তুকি গ্রহণ না করতে চাইলে গ্রাহকদের তা লিখিতভাবে জানাতে হবে।