শ্যামসুন্দরী

ব্যুরো নিউজ, ২১ অক্টোবর :কলকাতার সুকিয়া স্ট্রিটে অবস্থিত শ্যামসুন্দরী কালী মন্দির নিয়ে রয়েছে বহু অলৌকিক কাহিনি। এই মন্দিরকে জীবন্ত কালীর মন্দির বলেই অভিহিত করা হয়। কারণ ভক্তদের বিশ্বাস, এখানে কালী মায়ের জীবন্ত রূপ বিরাজমান। এখানে কালীকে একটি ছোট মেয়ে রূপে পুজো করা হয়। তাই এখানে অম্ববাচি পালিত হয় না। মায়ের জন্য কোনো রকম মাছ-মাংসের ভোগ দেওয়া হয় না। ভক্তদের দাবি, মায়ের কাছে আসা কেউ খালি হাতে ফিরে যান না তিনি প্রত্যেকের মনের কথা শোনেন।

বুধ শুক্রের মিলনে তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়নযোগ এই তিন রাশির জাতক জাতিকাদের মধ্যে যেখানেই হাত ছোঁয়াবেন সেটাই সোনা হয়ে যাবে

কালী মায়ের জীবন্ত রূপ বিরাজমান

২০২৫-এও একাধিক সর্বনাশ হতে পারে এই রাশিগুলির!কারন জেনে নিন

গর্ভগৃহের ভিতরে মায়ের অপরূপ মূর্তি দেখা যায়।  এখানে জগন্নাথ, সুভদ্রা ও বলরামের মূর্তিও রয়েছে। পাশাপাশি, মায়ের পাশে ভৈরবও রয়েছেন। বর্তমানে এই মন্দিরের খ্যাতি দূরদূরান্তে ছড়িয়ে পড়েছে। দু’বেলা এখানে ভোগ রান্না করা হয় এবং তা ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। মন্দিরের সেবায়েতরা জানান, ‘মায়ের স্বপ্নাদেশ ছিল, কেউ যেন খালি হাতে না যায়।’ তাদের নির্দেশ যে কোনো পরিস্থিতিতেই ভক্তদের হাতে প্রসাদ তুলে দিতে হবে।

আজকের রাশিফল কোন পদক্ষেপগুলো গ্রহণ করবেন কোনগুলো এড়াবেন জানুন জ্যোতিষশাস্ত্রের ?

মন্দিরে সকাল থেকেই বহু ভক্তের ভিড় দেখা যায়। সকলেই বিশ্বাস করেন মা তাদের মনবাঞ্ছনা পূরণ করবেন। অনেকের বিশ্বাস, কালী জীবন্ত। অনেকে নাকি মা কে চোখের পলক ফেলতে দেখেছেন। সেবায়েতরাও বলেছেন, অমাবস্যার রাতে কালী গোটা মন্দির জুড়ে হেঁটে বেড়ান, কথা বলেন ফিসফিস করে। তাদের মতে, প্রতি অমাবস্যায় মায়ের নিশ্বাস শোনা যায়। দূরদূরান্ত থেকে ভক্তরা এসে হাজির হন এই অলৌকিক মন্দিরে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর