Liquor shops will be closed for 15 days in the next month and a half

ব্যুরো নিউজ, ২৭ মার্চ, পুস্পিতা বড়াল: ঘোষণা হয়ে গিয়েছে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। দেশের ১৮তম সাধারণ নির্বাচন শুরু হচ্ছে আগামী ১৯ এপ্রিল থেকে। আর দেশে অনেকগুলি দিন থাকবে ড্রাই ডে এই হাইভোল্টেজ নির্বাচনকে কেন্দ্র করে। ফলে সুরাপ্রেমীদের মাথায় হাত পড়েছে। মদের দোকান বন্ধ থাকছে কোন কোন দিন?

ভোটের সময় পারদ থাকবে ঊর্ধ্বমুখী, একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

Advertisement of Hill 2 Ocean

মদের দোকান বন্ধ থাকছে কোন কোন দিন?

নির্বাচন সাত দফায় শুরু হচ্ছে আগামী ১৯ এপ্রিল থেকে। ১ জুন পর্যন্ত চলবে। ১৯ এপ্রিল (প্রথম দফা), ২৬ এপ্রিল (দ্বিতীয় দফা), ৭ মে (তৃতীয় দফা), ১৩ মে (চতুর্থ দফা), ২০ মে (পঞ্চম দফা), ২৫ (ষষ্ঠ দফা) এবং ১ জুন (সপ্তম দফা) নির্বাচন। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ৪ জুন। ৪৭ দিন ধরে চলবে গোটা নির্বাচন প্রক্রিয়া। মদ কেনাবেচা মোট ১৫ দিন বন্ধ থাকবে নির্বাচন কমিশনের নির্দিষ্ট প্রটোকল অনুযায়ী।

নির্বাচনী লড়াই যেনও গৃহযুদ্ধ! ময়দানে প্রাক্তন শ্বশুর-জামাই থেকে প্রাক্তন স্বামী-স্ত্রীর ‘ফাইট’

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, যে সকল রাজ্যের যতগুলি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে, ভোটের দিন সেখানে ড্রাই ডে থাকবে। এ ছাড়াও প্রত্যেক কেন্দ্রে মদ কেনাবেচায় নিষেধাজ্ঞা জারি থাকবে ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে। অর্থাৎ দু’দিন করে সাত দফা ভোটের ক্ষেত্রে মদের দোকান ধাপে ধাপে বন্ধ থাকবে মোট ১৪ দিন। পাশাপাশি, ৪ জুন দেশজুড়ে ড্রাই ডে থাকবে। সবমিলিয়ে ১৫ দিন দাঁড়াচ্ছে ড্রাই ডে-র সংখ্যা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর