Liquor Ban in Three Cities: Ensuring Safety During Festive Celebrations

ব্যুরো নিউজ,১৭ সেপ্টেম্বর :তিনটি শহরে, বেঙ্গালুরু, হায়দরাবাদ, এবং পুনেতে সাময়িকভাবে মদ বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। এই পাঁচদিনের জন্য, শহরের সকল মদের দোকান বন্ধ থাকবে।

চন্দ্রকান্তের লক্ষ্য আইপিএল জয়, মাঠে নেমে পড়ল নাইটরা, তৈরি ইডেন গার্ডেনসও

৫ দিন বন্ধ মদের দোকান

বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি. দয়ানন্দ ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় মদ বিক্রি নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন। এই নিষেধাজ্ঞার আওতায় বার, রেস্তোরাঁ, ওয়াইন শপ, পাব এবং মাইসোর সেলস ইন্টারন্যাশনাল লিমিটেডের (MSIL) আউটলেটগুলি অন্তর্ভুক্ত থাকবে।

নিশ্চয়তা নিয়ে রাতের অন্ধকারে:মহিলা কর্মীদের জন্য সুপ্রিম কোর্টের ফয়সালা

এছাড়া, দিল্লি এবং পুনের কিছু এলাকা নির্দিষ্ট দিনগুলিতে মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। হায়দরাবাদে, সিটি পুলিশ ১৭ ও ১৮ সেপ্টেম্বর হায়দরাবাদ এবং সেকেন্দ্রাবাদে সমস্ত মদের দোকান ও বার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশ কমিশনার সিভি আনন্দ এই সিদ্ধান্ত নিয়েছেন এবং সরকারী নির্দেশ অমান্য করার জন্য কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে।

বিপদ বাড়ছে শাহজাহানের! সিবিআই-এর সঙ্গে হাজির ইডি কর্তারাও

পুনেতে, ডিস্ট্রিক্ট কালেক্টর ৭ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত জেলার কিছু এলাকায় মদ বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছেন। এই সিদ্ধান্তের মূল কারণ হল গণেশ পুজোর বিসর্জন। গণেশ চতুর্থী ৭ সেপ্টেম্বর শুরু হয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলে, এবং এই সময়ে উৎসব উপলক্ষে শোভাযাত্রা ও উদযাপনের জন্য বিশৃঙ্খলা এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।এই নিষেধাজ্ঞা শহরের আইনি-শৃঙ্খলা রক্ষা করতে এবং উৎসবের সময় শান্তি বজায় রাখতে সহায়ক হবে বলে পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর