ব্যুরো নিউজ, ৪ ডিসেম্বর : আলিপুরদুয়ার জেলার কালচিনির মেচপাড়া চা বাগানে মঙ্গলবার সকালে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের মৃতদেহ উদ্ধার হয়, যা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। ওই চা বাগানের ৭ নম্বর সেকশনে মৃতদেহটি পড়ে থাকতে দেখা যায়। চা বাগানের শ্রমিকরা প্রথম মৃতদেহটি লক্ষ্য করেন এবং দ্রুত বনদপ্তরে খবর দেন। বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠান।
ঘুটিয়ারি শরিফে ২ কোটি টাকার হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ১
বনদপ্তর মৃত্যুর সঠিক কারণ জানার জন্য অপেক্ষা করছে

বক্সা ব্যাঘ্র প্রকল্পের পশ্চিম বিভাগের উপক্ষেত্র অধিকর্তা ডঃ হরিকৃষ্ণন জানান “লেপার্ডের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আপাতত ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।” স্থানীয়দের অনুমান, চিতাবাঘটি বয়সজনিত কারণে মারা যেতে পারে তবে বনদপ্তর মৃত্যুর সঠিক কারণ জানার জন্য ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে।এই ঘটনাটি ঘটে ফালাকাটার কাদম্বিনী চা বাগানে একটি আহত চিতাবাঘ উদ্ধার হওয়ার একদিন পর। সেখান থেকে একটি চিতাবাঘ খাঁচাবন্দি করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল।
আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের আরও কয়েক দিনের জেল হেফাজত
শীতের শুরু থেকেই ডুয়ার্স অঞ্চলের চা বাগানগুলোতে চিতাবাঘের আনাগোনা দেখা যাচ্ছে। নভেম্বর মাসে বেশ কয়েকটি চিতাবাঘ ধরাও পড়েছিল, এবং ডিসেম্বরেও এই ধরনের ঘটনা অব্যাহত রয়েছে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেছে বন দপ্তর, যাতে তারা চিতাবাঘের সম্ভাব্য উপস্থিতি সম্পর্কে সতর্ক থাকে।