বামফ্রন্টের নতুন প্রার্থী

ব্যুরো নিউজ ২২ অক্টোবর : সোমবার সন্ধ্যায় রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে এই তালিকা প্রকাশ করা হয়। হাড়োয়া বাদ দিয়ে ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বামফ্রন্ট। হাড়োয়া বিধানসভা আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে, বাকি সব আসনে প্রার্থী দিয়েছে বামফ্রন্ট।

আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগঃ৬ অভিযুক্ত জেল হেফাজতে

প্রার্থীদের নাম

উল্লেখযোগ্য বিষয় হলো, কংগ্রেসের সঙ্গে তাদের জোট ভেঙে গেলেও, একটি আসন ছাড়া সিপিএমএল-(লিবারেশন)-কে প্রার্থী দেওয়া হয়েছে। নৈহাটি আসনে দেবজ্যোতি মজুমদারকে প্রার্থী করা হয়েছে। কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লকের অরুণকুমার বর্মা এবং আলিপুরদুয়ারের মাদারিহাট কেন্দ্রে আরএসপির পদ্ম ওঁরাও প্রার্থী হয়েছেন।মেদিনীপুর বিধানসভা আসনটি সিপিআই-কে ছেড়ে দেওয়া হয়েছে, যেখানে মণিকুন্তল খামরুই প্রার্থী। বামফ্রন্টের বড় শরিক সিপিএম এই মুহূর্তে একটি আসনে প্রার্থী দিয়েছে—বাঁকুড়ার তালড্যাংরা আসনে দেবকান্ত মহান্তি।

জুনিয়র ডাক্তারদের চা প্রত্যাখ্যান, সহযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা

হাড়োয়া আসনে প্রার্থী ঘোষণা না করলেও, ভবিষ্যতে সেখানে প্রার্থী দেওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে আইএসএফ হাড়োয়ায় লড়াই করেছিল। এবারের উপনির্বাচনে কংগ্রেসও প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে।এদিকে, তৃণমূল এবং বিজেপি ইতিমধ্যেই তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তৃণমূলের প্রার্থীদের মধ্যে রয়েছেন সঙ্গীতা রায়, জয় প্রকাশ টোপ্পো, ফাল্গুনী সিংহবাবু, সুজয় হাজরা, শেখ রবিউল ইসলাম এবং সনৎ দে। বিজেপির প্রার্থীদের মধ্যে রয়েছেন দীপক কুমার রায়, রাহুল লোহার, রূপক মিত্র এবং শুভজিৎ রায়।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর