ব্যুরো নিউজ, ২২ মার্চ: বেআইনি নির্মাণের জেরে কলকাতার বুকে প্রান হারিয়েছে ১০ জন। মধ্যরাতে গার্ডেনরিচে বহুতল ভেঙে যে দুর্ঘটনা ঘটেছে তা এখনও কলকাতাবাসীর কাছে জ্যান্ত। আর এই ঘটনার পরেই রাজ্য প্রশাসন, পুরসভার দিকে আঙ্গুল উঠতে থাকে। এই প্রশ্নই ওঠে প্রসাসনের নাকের ডগা দিয়ে কীভাবে এই বেআইনি নির্মাণ হল। সেক্ষেত্রে পুরসভাই বা কি করছিল? আর এই প্রশ্নে সরব হয় বিরোধী রাজনৈতিক দলগুলি। রাজ্যের মুখ্যসচিবকে তলব কলকাতা হাইকোর্টের এরপরেই নড়েচড়ে বসে প্রশাসন। ইতি মধ্যেই ইঞ্জিনিয়ারদের বদলিও করা হয়েছে। এমনকি বিল্ডিং বিভাগের আধিকারিকদের জন্য জারি করা হয়েছে নির্দেশিকা। সেই নির্দেশিকায় বলা হয়েছে, বিল্ডিং বিভাগের সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়াররা এবার থেকে কাজ শুরুর কিছুটা সময় নিজেদের ওয়ার্ডে ঘুরে দেখবেন কোথাও কোনও বেআইনি নির্মাণ হচ্ছে কিনা। এরপর রিপোর্ট তৈরি করে তা জমা দিতে হবে। এমনকি প্রতিদিন তারা ওয়ার্ডে যাচ্ছেন কি না তার নজরদারি করবে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ররা। প্রার্থী হওয়ার পর বসিরহাট সম্পর্কে কী বললেন ISF প্রার্থী এরপরই বেআইনি নির্মাণ রুখতে পদক্ষেপ লালবাজারের। শহরের বুকে বেআইনি নির্মাণ রুখতে ‘নোডাল অফিসার’ নিয়োগ করল লালবাজার। জানা গিয়েছে, বৃহস্পতিবার কলকাতা পুলিসের যুগ্ম কমিশনার (সংগঠন) অজয় প্রসাদকে নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। বেআইনি নির্মাণ আটকাতে কলকাতা পুরসভার সঙ্গে সমন্বয় রক্ষা করবেন এই নোডাল অফিসার।