ব্যুরো নিউজ,২২ নভেম্বর:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি ডিসেম্বর মাসে রাজ্যের ৫ লক্ষ নতুন মহিলা উপভোক্তাকে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছেন। এর ফলে এই প্রকল্পের আওতায় আসবেন মোট ২ কোটি ২১ লক্ষ মহিলা, যারা সরাসরি উপকৃত হবেন। এই প্রকল্পের আওতায় তফসিলি জাতি এবং উপজাতি মহিলারা পাবেন ১২০০ টাকা এবং অন্যরা পাবেন ১০০০ টাকা।
মমতার কাছে গুরুত্বপূর্ণ রিপোর্টঃ তৃণমূল কংগ্রেসে কি বড় রদবদলের সম্ভাবনা?
রাজ্যের প্রতিটি মহিলা এই সুবিধা পাচ্ছেন
সরকারের এই সিদ্ধান্তে রাজ্যকে বছরে প্রায় ৬২৫ কোটি টাকা ব্যয় করতে হবে। এর সঙ্গে নতুন করে ৪৩ হাজার ৯০০ জন বিধবাকে বিধবা ভাতা দেওয়া হবে, যার ফলে মোট ২০ লক্ষ ৭৫ হাজার মহিলা উপকৃত হবেন।এছাড়া, মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেছেন, ডিসেম্বর মাস থেকেই ১৯ হাজার বিশেষভাবে সক্ষম ব্যক্তির জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় যারা নির্দিষ্ট বয়সে পৌঁছাবেন, তাদের বার্ধক্য ভাতার প্রকল্পে যুক্ত করা হবে। এই সহায়তা নিতে তাদের আলাদা আবেদন করতে হবে না।
নোয়াপাড়া স্টেশনে আসছে বড় পরিবর্তন, দমদমের বদলে এখানেই শেষ হবে মেট্রো যাত্রা
মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য সরকার ১২ লক্ষ মানুষকে আবাস প্রকল্পের আওতায় বাড়ি নির্মাণ করবে। ১৫ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে আবাস প্রকল্পের প্রথম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আর বাকি ২৪ লক্ষ উপভোক্তা পরবর্তীতে কিস্তির টাকা পাবেন।মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হওয়ার পর তা অন্যান্য রাজ্যের কাছে মডেল হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছে। অন্য রাজ্যগুলির তুলনায় বাংলায় এই প্রকল্পে কোনও কঠোর শর্ত নেই, যার ফলে রাজ্যের প্রতিটি মহিলা এই সুবিধা পাচ্ছেন।