লেক মার্কেটে লটারি প্রতারণা

ব্যুরো নিউজ ১৫ নভেম্বর :খাস কলকাতার লেক মার্কেট এলাকায় আবারও নগদের পাহাড় সামনে এল ইডি-র তদন্তের সৌজন্যে। লটারি প্রতারণা মামলায় তল্লাশি চালাতে গিয়ে দক্ষিণ কলকাতার প্রিন্স গোলাম মহম্মদ রোডের একটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে উদ্ধার হল কয়েক কোটি টাকা। বিপুল নগদ টাকার পরিমাণ এতটাই বেশি যে গুনতে ব্যবহার করতে হয়েছে টাকা গোনার যন্ত্র।

কনসার্টের আগে আইনি নোটিসে বিপাকে দিলজিৎ দোসাঞ্ঝ! মদ-মাংসের প্রচারে নিষেধাজ্ঞা তেলেঙ্গানা সরকারের

টাকা গোনার যন্ত্র নিয়ে যান ইডি

ইডি সূত্রে জানা গেছে লটারি প্রতারণা মামলায় শহরের বিভিন্ন জায়গায় ম্যারাথন তল্লাশি চলছে। অভিযো ডিয়ার লটারির পুরস্কারের অর্থ থেকে কর বাবদ টাকা সরকারের কোষাগারে জমা না দিয়ে হাওলার মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে। শুধু তাই নয় আসল জয়ীদের বঞ্চিত করে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।

গুরু নানক জয়ন্তী উপলক্ষে ব্যাংক ও স্টক মার্কেটে ছুটি 

মধ্যমগ্রামের মাইকেলনগরের একটি দোতলা বাড়িতে, যা লটারির গোডাউন ও দফতর হিসেবে ব্যবহৃত হতো। সেখানেও অভিযান চালানো হয়েছে। এখানেও টাকা গোনার যন্ত্র নিয়ে যেতে হয়েছে। ওই এলাকায় লটারির ছাপাখানা ও গুদামে তল্লাশি চলছে।

বিয়ের এক মাসে সুখবর মা হতে চলেছেন রূপসা চট্টোপাধ্যায়!

তদন্তে প্রভাবশালী ব্যক্তিদের যোগসূত্রেরও ইঙ্গিত পাওয়া গেছে। ইডি এখনও পর্যন্ত নগদ টাকার বিষয়ে বিশদে কিছু না জানালেও, লটারির মাধ্যমে প্রতারণা ও আর্থিক অনিয়মের পরিধি খতিয়ে দেখছে। দুই দিন ধরে চলা এই অভিযান আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আনতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর