কুণাল ঘোষের বিস্ফোরক অভিযোগ

ব্যুরো নিউজ,১৫ নভেম্বর:তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দলের নেতাদের বিরুদ্ধে এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তার দাবি, দলের অনেক গুরুত্বপূর্ণ নেতা সোশ্যাল মিডিয়ায় নিষ্ক্রিয় হয়ে পড়েছেন এবং দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট রিটুইট পর্যন্ত করছেন না। কুণাল আরও বলেন, ‘কমিটি গঠনের সময় যারা পদ চাইতে ব্যস্ত, ভোট এলে যারা টিকিটের জন্যে লাইন দেন, তাদেরই আর এখন টুইট রিটুইটের প্রয়োজন মনে হচ্ছে না।’

বাজেটে বাড়েনি ট‍্যাক্স,তবুও ভান্ডার ভরতে মদেই ভরসা রাজ‍্যের, বাড়তে চলেছে দাম

‘আম্পায়ার’ হওয়ার পরামর্শ


কুণাল ঘোষ দলের নেতাদের একাংশকে ‘কুম্ভকর্ণের ভূমিকায়’ থাকার অভিযোগ করেন এবং দলের কর্মীদের উদ্দেশে বলেন, ‘অনেকের হাতে দামী স্মার্টফোন রয়েছে, তাও তারা নিজেদের এলাকায় দলের নেতাদের সোশ্যাল মিডিয়া অ্যাকটিভিটি দেখায় না।’ তিনি আরও যোগ করেন, ‘যদি অপপ্রচারের বিরুদ্ধে কাউন্টার পোস্ট না হয়, তবে সেই নেতাদের কীভাবে কার্যকর বলা যাবে?’ এছাড়াও, কুণাল ঘোষ সম্প্রতি দলের একাংশের বিরুদ্ধে তার ক্ষোভ প্রকাশ করেছিলেন আরজি কর কাণ্ডের পর। তিনি বলেছিলেন, ‘অনেক বিধায়ক বা সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটও রিটুইট করেন না।’ তখন সেই ঘটনা বেশ আলোচনা তৈরি করেছিল, তবে এখন ফের কুণাল ঘোষ দলের একাংশের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

পুলিশের বিরুদ্ধে টাকা তোলার গুরুতর অভিযোগঃ বালি পাচারে উঠে এল নতুন কেলেঙ্কারি

অন্যদিকে, কুণাল ঘোষের দলীয় পদ ফিরে পাওয়ার বিষয়েও গুঞ্জন রয়েছে। সম্প্রতি, বিজেপির বিরুদ্ধে শাস্তি দেওয়ার পর কুণাল ঘোষকে আবার সাধারণ সম্পাদক পদে উল্লেখ করা হয়েছে, যা রাজনৈতিক মহলে নতুন প্রশ্ন উত্থাপন করেছে। এমনকি, এই পদ ফিরে পাওয়ার জল্পনার মাঝেই কুণাল ঘোষ দলের কর্মীদের ‘আম্পায়ার’ হওয়ার পরামর্শ দিয়েছেন, যাতে তারা দলের প্রতি নিষ্ঠা এবং সততার পরিচয় দিতে পারেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর