ব্যুরো নিউজ,৩ জানুয়ারি:লন্ডন নিবাসী শিল্পপতির সঙ্গে সম্পর্কের জল্পনা চলছেই কৃতি শ্যাননের। গত বছর গ্রিসে ছুটি কাটাতে যাওয়ার পর থেকেই এই সম্পর্কের কথা শোনা যাচ্ছে। এরপর কখনও গোপন প্রেমিকের সঙ্গে রেস্তরাঁয় একান্তে সময় কাটানো, আবার কখনও একসঙ্গে ধূমপান করতে দেখা গেছে কৃতিকে। সম্প্রতি বড়দিন উদযাপনেও তাঁর প্রেমিক কবীর বাহিয়ার সঙ্গে ছিলেন কৃতি। তবে সম্পর্ক নিয়ে কোন মন্তব্য না করলেও, কৃতির প্রেমের মধ্যে যে বিশেষ কিছু রয়েছে, তা স্পষ্ট।
শাহরুখ-গৌরীর সম্পর্কের কিছু গোপন গল্প জানুন। অবাক হবেন শুনলে
প্রেমের ভাষা
সম্প্রতি এক সাক্ষাৎকারে কৃতি শ্যানন তাঁর প্রেমের ভাষা সম্পর্কে কথা বলেছেন। অভিনেত্রীর মতে, প্রেমের প্রকাশ যে কোনো বড় উপহার কিংবা আতিশয্য দিয়ে হয় না, বরং ছোট ছোট মুহূর্তেই সত্যিকারের ভালবাসা প্রকাশিত হয়। তিনি বলেন, “ছোট ছোট বিষয়গুলোই আমাদের মনে থাকে। সঙ্গীকে হঠাৎ একটা উষ্ণ আলিঙ্গন কিংবা সকালে ঘুম থেকে উঠে শুভেচ্ছা জানানোও প্রেমের প্রকাশ। যদি সঙ্গী আপনার ছোট ছোট বিষয়গুলো মনে রাখে, তবে সেটা আরও বড় ব্যাপার।”
শীতে ঠান্ডা লাগার সমস্যা কাটাতে সাহায্য করবে বড় এলাচঃ কীভাবে খাবেন জেনে নিন
এছাড়া কৃতির মতে, প্রেমের মধ্যে পরিবারের খোঁজ না থাকলেও, সঙ্গীর মধ্যে একজন ভাল সঙ্গী খোঁজাই আসল উদ্দেশ্য। “আমরা আসলে একজন ভাল সঙ্গী খুঁজে থাকি। আমাদের পরিবার কেমন হবে, সেটা ঈশ্বর আগেই ঠিক করে রেখেছে।এখনও কৃতিকে সর্বশেষ “দো পত্তি” ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে।