kolkata

ব্যুরো নিউজ,৩ এপ্রিলঃ  কলকাতায় বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশ থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে সকাল থেকে মনোরম আবহাওয়া থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাবে। দুপুরের পর রোদের তেজ বাড়তে পারে, যার ফলে গরমের দাপটে কাবু হতে পারেন শহরবাসী। তবে সন্ধ্যার পর আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে।

Today petrol price: আজ পেট্রল ও ডিজেলের দাম কোন রাজ্যে কত থাকছে এক নজরে জেনে নিন

বাড়বে তাপমাত্রা, মিলতে পারে সাময়িক স্বস্তি

আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রির আশপাশে। এর আগের দিন, বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ০.২ ডিগ্রি কম থাকলেও, সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি বেশি ছিল। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোনো বৃষ্টিপাত হয়নি, তাই বাতাসে আর্দ্রতার পরিমাণ কিছুটা বেশি থাকতে পারে। ফলে দুপুরের দিকে অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে।

Today’s gold rate: দিনে দিনে সোনা রুপোর দাম মধ্যবিত্তের সাধ্যের বাইরে চলে যাচ্ছে,সেখান থেকে সামান্য স্বস্তি মঙ্গলবারে

দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা, আলিপুর আবহাওয়া দফতরের বিশেষ পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশে আজ স্বাভাবিকের মধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। তবে গ্রীষ্মকালে এবছর দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সংখ্যা বেড়ে যেতে পারে বলে পূর্বাভাস মিলেছে। বিশেষজ্ঞদের মতে, মার্চ মাসে রাজ্যের পশ্চিমাঞ্চল ও উপকূলবর্তী এলাকায় গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি ছিল। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা সবচেয়ে বেশি। গরম থেকে সাময়িক স্বস্তি মিললেও, হাওয়া অফিসের মতে, শুষ্ক আবহাওয়া থাকার কারণে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে শহরবাসীকে আগামী কয়েকদিন চড়া রোদ ও বাড়তে থাকা গরমের সঙ্গেই দিন কাটাতে হবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর