কলকাতা বিশ্ববিদ্যালয়ে

ব্যুরো নিউজ, ১ নভেম্ববর :শিক্ষাব্যবস্থায় একের পর এক বিতর্কের মাঝে এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে ঘটল এক নজিরবিহীন ঘটনা—উধাও হয়ে গেল ১২০ জন পরীক্ষার্থীর উত্তরপত্র। স্নাতকোত্তর (এমএ) প্রথম বর্ষের পরীক্ষার্থীদের এই খাতাগুলি তিনজন পরীক্ষকের হাতে ছিল বলে জানা গেছে। তবে কীভাবে এতগুলো খাতা তাদের থেকে হারিয়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এতদিন ধরে যা আস্থার প্রতীক ছিল, সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সুনামকেও এই ঘটনার পর নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে।

আলোর উৎসব নাকি দূষণের দাপট? দীপাবলিতে দিল্লিকে টক্কর দিল কলকাতা!

কঠোর পদক্ষেপ গ্রহণে কলকাতা বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য শান্তা দত্ত স্বীকার করেছেন যে, এমন ঘটনা হয়তো আগেও ঘটেছে তবে তা এতটা প্রকাশ্যে আসেনি। এই ঘটনা প্রকাশ্যে আসায় শিক্ষাব্যবস্থায় নজিরবিহীন বিতর্ক তৈরি হয়েছে। যেখানে একদিকে পড়ুয়ারা ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। অন্যদিকে শিক্ষাকর্তৃপক্ষ বিষয়টি মীমাংসার চেষ্টায় ব্যস্ত।

মধ্যমগ্রাম বিস্ফোরণ কাণ্ডে বাড়ছে মৃতের সংখ্যা, গোডাউনে বন্দি শ্রমিকদের মর্মান্তিক পরিণতি

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, পরীক্ষার্থীদের মূল্যায়নের জন্য দুটি প্রস্তাব আনা হয়েছে। অন্যান্য বিষয়ে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে এই বিষয়ের মূল্যায়ন করা দুই, পুনরায় পরীক্ষা নেওয়া। এছাড়া এই ঘটনাকে কেন্দ্র করে তিন পরীক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও ভাবা হচ্ছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর