kolkata-underwater-metro-start-from-15-th-march
ব্যুরো নিউজ, ৯ মার্চ: বহু অপেক্ষার পর অবশেষে স্বপ্ন যেনও সত্যি হল কলকাতাবাসীর। দেশের মধ্যে প্রথম নদির নিচ থেকে মেট্রো চলার সাক্ষী থেকেছে কলকাতা। কিন্তু সেই মেট্রো চড়ার সুযোগ এখনও হয়নি। সেই কবে থেকে চাতকের মতো চেয়ে আছে সেই দিকে। ৬ তারিখ প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন হলেও তা এখনও সাধারনের জন্য চালু হয়নি। আর এই নিয়েই মন খারাপ শহর -সহ গোটা রাজ্যবাসীর। 
সন্দেশখালীর ঘটনা কি এবার বড় পর্দায়? শুরু হলো তোড়জোড়
Advertisement of Hill 2 Ocean

তবে মন খারাপ আর না করলেও চলবে। খুব শীঘ্রই সাধারণ মানুষের জন্য চালু হবে দেশের আন্ডার ওয়াটার মেট্রো পরিষেবা। জানা গিয়েছে, ১৫ মার্চ থেকে সাধারণ মানুষের জন্য খুলে যাচ্ছে গঙ্গার নিচের মেট্রো। হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত চালু হচ্ছে এই পরিষেবা। জানা গিয়েছে, অফিস টাইমে প্রতি ১২ মিনিট অন্তর অন্তর মেট্রো পরিষেবা মিলবে। ও দিনের অন্যান্য সময় মেট্রো মিলবে প্রতি ১৫ মিনিট অন্তর। 
মদ খাইয়ে দুই যুবতীকে গণধর্ষণের অভিযোগ বেহালায়

সকাল ৭ টায় দিনের প্রথম মেট্রো ছাড়বে এসপ্ল্যানেড ও হাওড়া ময়দান থেকে। আর শেষ মেট্রো ছাড়বে রাত ৯:৪৫ মিনিটে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর