ব্যুরো নিউজ, ৭ নভেম্ববর :ভ্রমণপিপাসুদের জন্য এক দুর্দান্ত সুযোগ নিয়ে এল রেল। এবার কলকাতা থেকে সরাসরি ট্রেনে বসেই ঘুরতে পারবেন নৈনিতাল, আলমোড়া, ভীমতালসহ উত্তরাখণ্ডের একাধিক দর্শনীয় স্থান। আইআরসিটিসি এবং উত্তরাখণ্ড পর্যটন দফতর যৌথ উদ্যোগে ‘ভারত গৌরব’ নামে এই বিশেষ ট্রেনটি চালু করছে। যা এক ট্রিপেই নিয়ে যাবে দেবভূমি উত্তরাখণ্ডের বিভিন্ন স্থানে। কোনো বদল ছাড়াই যাত্রীরা এক ট্রেনেই পুরো ভ্রমণের আনন্দ নিতে পারবেন।
জগদ্ধাত্রী পুজোয় রচনা কী প্রার্থনা করলেন ছেলের জন্য?
এই ট্রেনের ভাড়া কত জেনে নিন
ডেঙ্গু-ম্যালেরিয়ার জোড়া আক্রমণ, রোগী ও চিকিৎসকদের নতুন চ্যালেঞ্জ
আইআরসিটিসি-র জেনারেল ম্যানেজার মনোজ কুমার সিং বুধবার ঘোষণা করেন, ট্রেনটি ৩ ডিসেম্বর কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করে ১৩ ডিসেম্বর ফিরে আসবে। পুরো ভ্রমণটি ১০ দিন ও ১১ রাত ধরে চলবে। পথে ট্রেনটি আলমোড়া, তাল, ভীমতাল, এবং নৈনিতালের মতো স্থানে থামবে। যেখানে যাত্রীরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
ট্রেনের খাবারের মান উন্নয়নে বিশেষ পদক্ষেপ IRCTC
‘ভারত গৌরব’ ট্রেনে দুটি ভাড়া ব্যবস্থা রাখা হয়েছে। স্ট্যান্ডার্ড শ্রেণির যাত্রীদের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩০,৯২৫ টাকা, আর ডিলাক্স শ্রেণির জন্য ৩৮,৫৩৫ টাকা। ৩ এসি ক্লাসের এই বিশেষ ট্রেনের প্রতিটি ব্যবস্থা অত্যন্ত স্বাচ্ছন্দ্যময় এবং পর্যটকদের জন্য আদর্শ।