ব্যুরো নিউজ, ১৫ জুন: বাইক ওভারটেক করা নিয়ে দুই পক্ষের বচসা। আর তার জেরেই খাস কলকাতায় প্রকাশ্যে চলল গুলি। ঘটনায় গুলিবিদ্ধ ১ জন। জানা গিয়েছে, পার্ক স্ট্রিট ও মির্জা গালিব স্ট্রিট সংলগ্ন এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটে।
বিকট শব্দে ‘বিস্ফোরণ’! উড়ল বাড়ির বারান্দা
গতকাল বিকেলে ঘটনার সূত্রপাত, একলাস ও সোনা নামে স্থানীয় দুই যুবক বাইক নিয়ে যাচ্ছিল। জানা যায়, সোনা নামে ওই যুবকের বাইক ওভারটেক করে একলাসের বাইক। আর এই বাইক ওভারটেক করা নিয়ে দুই পক্ষের প্রথমে বচসা শুরু হয়। এরপর রাত ১২ টা নাগাদ ৭০ থেকে ৮০ জনের একটি দল একলাসকে লক্ষ্য করে গুলি চালায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
ঘটনায় একলাসের তাঁর ডান পায়ে গুলি লাগে বলে জানা যায়। স্থানীয় বাসিন্দারা গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে পলাতক অভিযুক্ত। তাদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে।
ঘটনাস্থলে পৌঁছায় পার্কস্ট্রিট থানার পুলিশ। মূল অভিযুক্ত সোনা ও তাঁর সহযোগীরা পলাতক। জানা গিয়েছে, অভিযুক্ত সোনার নামে আগেও বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ছিল পুলিশের কাছে।