ব্যুরো নিউজ,২ ডিসেম্বর:কলকাতা পুলিশের বম্ব ডিসপোজ়াল স্কোয়াডে বড় ধরনের আধুনিকীকরণ হতে চলেছে।নিরাপত্তার দিক থেকে শহরের পরিস্থিতি মোকাবিলা করতে আরও শক্তিশালী হয়ে উঠতে, বম্ব স্কোয়াডের কর্মীদের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি ও পোশাক কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এই প্রকল্পের জন্য কয়েক কোটি টাকা খরচ করা হবে এবং নতুন সরঞ্জামগুলি আগামী বছরের শুরুতেই বাহিনীতে যুক্ত হতে পারে।সম্প্রতি, কলকাতায় একাধিক বোমা রাখার হুমকি মেল এসেছে।এর ফলে তদন্তের সময় বম্ব স্কোয়াডের আধুনিকীকরণের সিদ্ধান্ত আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। লালবাজার সূত্রে জানা গেছে, বম্ব স্কোয়াডের জন্য অত্যাধুনিক ‘বম্ব সাপ্রেশন ব্ল্যাঙ্কেট’, ‘সার্চ সুট’, ‘রিয়েল টাইম ভিউয়িং সিস্টেম’, ‘নন-লিনিয়ার জংশন ডিটেক্টর’, এবং ‘এক্সপ্লোসিভ ভেপার ডিটেক্টর’ (ইভিডি) কেনা হবে।
বাংলাদেশ নিয়ে মমতার মুখোশ খুলে দিলেন শুভেন্দু
বিস্ফোরক নিষ্ক্রিয় করা আরও সহজ
বিশেষজ্ঞদের মতে, এই সব আধুনিক সরঞ্জাম শুধু বিস্ফোরক খুঁজে বের করতে সাহায্য করবে না, বরং সেগুলি নিষ্ক্রিয় করতেও কার্যকরী হবে। বম্ব সাপ্রেশন ব্ল্যাঙ্কেটের মাধ্যমে বিস্ফোরক থেকে কোনো বিস্ফোরণ ঘটলে তার তীব্রতা কমানো সম্ভব হবে। এজন্য ২৫ লক্ষ টাকা খরচ করে পাঁচটি ‘বম্ব সাপ্রেশন ব্ল্যাঙ্কেট’ কেনা হবে। এছাড়া, দুটি অত্যাধুনিক ‘সার্চ সুট’ কেনা হবে, যার জন্য খরচ ধরা হয়েছে ৭২ লক্ষ টাকা।আরও দুটি ‘রিয়েল টাইম ভিউয়িং সিস্টেম’ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার খরচ ৭০ লক্ষ টাকা। একইভাবে, দু’টি ‘এক্সপ্লোসিভ ভেপার ডিটেক্টর’ এবং দু’টি ‘নন-লিনিয়ার জংশন ডিটেক্টর’ কেনার জন্য ৯০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।এই আধুনিক যন্ত্রপাতি সঠিকভাবে ব্যবহার করলে, বিস্ফোরক নিষ্ক্রিয় করা আরও সহজ হবে।
ইসরো-নাসা সহযোগিতায় দুই ভারতীয় মহাকাশচারীর প্রশিক্ষণ শেষ
শহরের একাধিক জায়গায় বোমাতঙ্ক ছড়িয়ে পড়ার পর বম্ব স্কোয়াডের কাজের গুরুত্ব অনেক বেড়েছে। সম্প্রতি, ভারতীয় জাদুঘরে বোমাতঙ্ক, আরজি কর হাসপাতালে আন্দোলন চলাকালীন বোমার হুমকি এবং শহরের বিভিন্ন হোটেলে বিস্ফোরণের হুমকির মতো ঘটনা ঘটেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বম্ব স্কোয়াডের আধুনিকীকরণের সিদ্ধান্ত অত্যন্ত প্রয়োজনীয় ছিল।লালবাজার জানিয়েছে, ইতিমধ্যেই দরপত্র ডাকা হয়েছে এবং আগামী বছরের শুরুতেই নতুন সরঞ্জামগুলো বাহিনীতে যুক্ত করা হবে।