পেট্রল ও ডিজ়েলের দাম বাড়ল

ব্যুরো নিউজ, ১ ডিসেম্বর : শনিবার রাতে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি জানায় ডিসেম্বর মাসে রান্নার গ্যাসের দাম কমবে না। এরই মধ্যে রবিবার কলকাতায় পেট্রল এবং ডিজ়েলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় তেল সংস্থাগুলি। আইওসি-র পাম্পে পেট্রল ও ডিজ়েলের দাম ৬ পয়সা করে বেড়েছে। এর ফলে কলকাতায় পেট্রল দাম দাঁড়িয়েছে ১০৫.০১ টাকা এবং ডিজ়েল দাম ৯১.৮২ টাকায় পৌঁছেছে।

‘মৌলবাদের কাছে আত্মসমর্পণ’ মমতা বন্দ্যোপাধ্যায়ের, তীব্র আক্রমণ শমীক ভট্টাচার্যের

কলকাতার পাশাপাশি মুম্বই এবং রাঁচিতেও দাম বেড়েছে

যখন দেশের অন্য অঞ্চলে তেলের দাম বাড়েনি তখন কলকাতায় কেন এই বাড়তি চাপ দেওয়া হচ্ছে। যখন মূল্যবৃদ্ধির কারণে খাদ্যপণ্যের দাম আগেই আকাশচুম্বী তখন ডিজ়েলের দাম কমানোর দাবি জোরালো হচ্ছে। তেলের দাম বৃদ্ধির কারণ পুরোপুরি স্থানীয় বলে জানানো হয়েছে। বিশ্ব বাজারে তেলের দাম কমলেও কলকাতায় পেট্রলের দাম বাড়ানোর কারণ হিসেবে বলা হচ্ছে পাম্পে বিক্রির ফারাক কমাতে এটি করা হয়েছে। তেল মন্ত্রকের নির্দেশে বিক্রেতা সংস্থাগুলি কয়েক মাস ধরে বিভিন্ন রাজ্যে দাম বাড়ানোর চেষ্টা করছে। কলকাতার পাশাপাশি মুম্বই এবং রাঁচিতেও দাম বেড়েছে। তবে চেন্নাইতে পেট্রল ১০ পয়সা কমেছে।

বাংলাদেশে অশান্তি এবং বন্ধ হওয়া ট্যুরিস্ট ভিসার কারণে সীমান্ত বাণিজ্যে বিরাট প্রভাব

বিশ্ব বাজারে তেলের দাম কমানোর পর এই দাম বৃদ্ধি হতাশাজনক বলে মনে করছেন অনেকেই। তাদের দাবি, দেশের অশোধিত তেল আমদানির খরচ কমে গেলে কেন জ্বালানির দাম কমানো হয়নি, সেটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।

https://www.youtube.com/live/wdIfx3x2GBc?si=39mGBsdsLMBoVqGB

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর