ব্যুরো নিউজ,২৪ ডিসেম্বর:মা উড়ালপুলে রাতে মোটরবাইক চলাচলে নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানোর পরিকল্পনা শুরু করেছে কলকাতা পুলিশ। বর্তমানে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত উড়ালপুলে বাইক চলাচল নিষিদ্ধ। তবে, এই সময়সীমা এক ঘণ্টা বাড়িয়ে সকাল ৭টা পর্যন্ত করা হতে পারে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে।
বিনোদ কাম্বলির মস্তিষ্কে রক্ত জমাটঃ হাসপাতালে আজীবন বিনামূল্যে চিকিৎসার আশ্বাস
চিত্র বদলাবে কি?
উড়ালপুলে মোটরবাইকের বেপরোয়া দৌরাত্ম্য এবং দুর্ঘটনার হার কমাতেই এই পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা। সম্প্রতি রবিবার সকালে মা উড়ালপুল থেকে বাইকসহ দুই আরোহীর নিচে পড়ে মৃত্যু হয়। দুর্ঘটনার পরই পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং ট্রাফিক পুলিশের শীর্ষ কর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।দুর্ঘটনার পরে দ্রুত পদক্ষেপ হিসেবে নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানোর ভাবনা সামনে এসেছে। যদিও এখনও পর্যন্ত কোনও লিখিত নির্দেশ জারি হয়নি। পুলিশ জানিয়েছে, মা উড়ালপুলে দুর্ঘটনা কমাতে নজরদারি আরও বাড়ানো হবে। শহরের অন্য উড়ালপুলে এই ধরনের নিষেধাজ্ঞা জারি হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।
প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জয়ী মনু ভাকের খেলরত্ন পাবেন না! কেন?
এমন পরিকল্পনাকে ঘিরে বিভিন্ন মতামত সামনে এসেছে। অফিসযাত্রীদের মধ্যে অনেকেই মা উড়ালপুল ব্যবহার করেন, বিশেষত সকালে। নিষেধাজ্ঞার ফলে তাঁদের সমস্যায় পড়তে হতে পারে বলে আশঙ্কা। তথ্যপ্রযুক্তি কর্মী দীপক জানা বলেছেন, ‘‘মোটরবাইক নিষিদ্ধ করে দুর্ঘটনা রোধ সম্ভব নয়। বরং সচেতনতা বৃদ্ধি এবং কড়া নজরদারি আরও কার্যকর হতে পারে।’ পুলিশের এই উদ্যোগের লক্ষ্য মা উড়ালপুলকে আরও নিরাপদ করা। তবে এই পরিকল্পনার কার্যকারিতা সময়ই বলবে।