kolkata-metro

ব্যুরো নিউজ, ১০ এপ্রিল: বৃহস্পতিবার ঈদ উপলক্ষ্যে মেট্রোয় সময় সীমায় কিছুটা কাটছাঁট করা হচ্ছে। মেট্রো রেল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবায় কোনও পরিবর্তন হচ্ছে না। তবে এসপ্ল্যানেড-হাওড়া রুটে মেট্রোতে কিছুটা বদল হবে। অন্যদিন এই রুটে ১৩০টি মেট্রো চলে। ইদের দিন এই রুটে ১২২টি মেট্রো চলবে। বিজ্ঞপ্তি জানানো হয়েছে, এদিন দুই দিক থেকেই সকালে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়, আবার শেষ মেট্রো ছাড়বে রাত ৯.৪৫-এ।

সন্দেশখালি মামলার তদন্ত করবে সিবিআই নির্দেশ হাইকোর্টের

Advertisement of Hill 2 Ocean

কোন রুটের মেট্রো বদল হচ্ছে সময়সীমা?

অন্যদিকে, এদিন শিয়ালদহ-সেক্টর ৫ রুটেও কিছুটা পরিবর্তন হচ্ছে। ১০৬ টি মেট্রোর পরিবর্তে এদিন ৯০টি মেট্রো চলবে। তবে এদিন অন্যান্য দিনের মতো শিয়ালদহ থেকে সেক্টর ৫ এর মেট্রো ছাড়বে সকাল ৬.৫৫ তে এবং শেষ গাড়ি ছাড়বে রাত ৯.৩৫-এ। অন্য দিকে, সেক্টর ৫ থেকে শিয়ালদার উদ্দেশ্যে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭ টায়, এবং শেষ মেট্রো ছাড়বে রাত ৯.৪০-এ। মেট্রো রেল কতৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি আরো জানানো হয়েছে যে, ইদ উপলক্ষ্যে বৃহস্পতিবার মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে অরেঞ্জ ও পার্পল লাইনে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর