ব্যুরো নিউজ, ১৯ ফেব্রুয়ারি:কলকাতা মেট্রোতে ফের চারদিনের ট্রাফিক ব্লক আসছে। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা মেট্রোর গ্রিন লাইনে ট্রাফিক ব্লক থাকবে। এর আগেও মেট্রোর তরফে ট্রাফিক ব্লকের ঘোষণা করা হয়েছিল, এবং এবার আবার এই ব্লক ঘোষণা করা হলো।
মহাকুম্ভের মোনালিসা মালা বিক্রেতা থেকে আজ বলিউডের নায়িকা!
সিগন্যালিং সিস্টেমের টেস্টিং
এই চারদিনের পাওয়ার ব্লক গ্রিন লাইনের জন্য নির্ধারিত, যাতে মেট্রোর নতুন সিগন্যালিং সিস্টেমের টেস্টিং করা যায়। সিটি বাসিন্দারা যে কোন পরিকল্পনা করছেন, তাদের জানানো হচ্ছে যে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের পুরো অংশে কোনও মেট্রো চলবে না।
এই সময়কালে শুধুমাত্র ব্লু লাইন, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে চলা মেট্রো পরিবহন স্বাভাবিক থাকবে এবং তার টাইমটেবিল অনুযায়ী চলবে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী চারদিন এই গ্রীন লাইনে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে, যাতে সিগন্যালিং সিস্টেমের টেস্টিং সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।
গুরু-বুধের কেন্দ্রযোগঃ ২১ ফেব্রুয়ারিতে ৩ রাশিতে বিশেষ প্রভাব, জেনে নিন কাদের ভাগ্য খুলবে!
এটি নতুন সিগন্যালিং সিস্টেমের পরীক্ষামূলক পর্যায়ের অংশ, যা মেট্রো পরিষেবার উন্নয়ন এবং আরো নিরাপদ করতে সাহায্য করবে। মেট্রো কর্তৃপক্ষ দাবি করেছে যে সেবা বন্ধ থাকলেও, মেট্রো যাত্রীদের জন্য অন্যান্য রুটে পরিবহন ব্যবস্থা স্বাভাবিক থাকবে।এর আগেও ১৩ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত একই কারণে গ্রিন লাইনে সেবা বন্ধ ছিল। সেই সময়ে সিগন্যালিং সিস্টেমের কাজ চলছিল এবং এবারও সেই কাজটি টেস্টিংয়ের জন্য বন্ধ থাকবে।