ব্যুরো নিউজ,১১ ডিসেম্বর:কলকাতা মেট্রো কর্তৃপক্ষ একেবারে শেষমুহূর্তে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার রাত আটটা নাগাদ একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে আজ থেকে স্পেশাল মেট্রোর টিকিটে ১০ টাকা বাড়তি সারচার্জ দিতে হবে না। যদিও এই সিদ্ধান্তের পিছনে কী কারণ রয়েছে তা স্পষ্টভাবে জানানো হয়নি। তবে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে যে এটি ‘টেকনিকাল’ কারণে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ভবিষ্যতে এই সারচার্জ আবার চালু হতে পারে তবে কবে তা জানানো হয়নি।
২০ বছর ধরে জাল দুধ বিক্রি, ব্যবসায়ী ধৃত
সম্প্রসারণের কাজ চলছে
কয়েকদিন আগে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছিল যে দুটি স্পেশাল মেট্রো সার্ভিস সোমবার থেকে শুক্রবার রাত ১০:৪০ মিনিটে চলবে। সেখানে যাত্রীসংখ্যা কম হওয়ায় প্রতিটি টিকিটে ১০ টাকা বাড়তি চার্জ নেওয়া হবে। অর্থাৎ রাতে এই স্পেশাল মেট্রোয় ভ্রমণ করলে যাত্রীদের বাড়তি টাকা দিতে হবে। উদাহরণস্বরূপ রবীন্দ্র সরোবর থেকে যতীন দাস পার্ক পর্যন্ত যাত্রা করলে ১৫ টাকা ভাড়া দিতে হবে, যেখানে দিনের বাকি সময়ে ১০ টাকা ভাড়া লাগত।কিন্তু এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার মাত্র আড়াই ঘণ্টা আগেই মেট্রো কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে আজ থেকে ওই সারচার্জ লাগবে না। অর্থাৎ রাতের স্পেশাল মেট্রোর টিকিটে এখন থেকে দিনের সাধারণ ভাড়াই প্রযোজ্য হবে।
শেখ হাসিনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখতে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের উদ্যোগ
সম্প্রতি মেট্রো কর্তৃপক্ষ চিংড়িঘাটা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত প্রথমবার ট্রলি ইনস্পেকশন পরিচালনা করেছে। শনিবার এই মেট্রো করিডরটির গৌরকিশোর ঘোষ (চিংড়িঘাটা) স্টেশন থেকে আইটি সেন্টার (সল্টলেক সেক্টর ফাইভ) পর্যন্ত ট্রলি পরিদর্শন করেন মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি এবং অন্যান্য কর্তৃপক্ষ। বর্তমানে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা চলছে এবং সল্টলেক পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে।