ব্যুরো নিউজ ১৯শে আগস্ট ২০২৫ : আসন্ন দুর্গাপূজার আগেই কলকাতার মেট্রো যাত্রীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে আসছে কেন্দ্রীয় সরকার। আগামী ২২শে আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে কলকাতা মেট্রোর তিনটি নতুন রুটের উদ্বোধন হতে চলেছে। এই উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই উদ্যোগকে কেন্দ্র-রাজ্য সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সৌজন্যের বার্তা হিসেবে দেখা হচ্ছে।
একই দিনে তিনটি রুটের উদ্বোধন
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আগামী ২২শে আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো সেকশন, বেলেঘাটা-হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো সেকশন এবং নোয়াপাড়া-জয় হিন্দ (বিমানবন্দর) মেট্রো সেকশনের উদ্বোধন করবেন। একই দিনে এই তিনটি রুটের পরিষেবা আনুষ্ঠানিকভাবে চালু হবে। রেলমন্ত্রী একটি চিঠির মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর সফরের আগে জোরদার প্রস্তুতি
প্রধানমন্ত্রীর সফরের আগে মেট্রোরেলের সমস্ত কাজ এবং খুঁটিনাটি খতিয়ে দেখতে চূড়ান্ত প্রস্তুতি চলছে। গত শনিবার রেলের সেফটি কমিশনার নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট (জয় হিন্দ বিমানবন্দর) পর্যন্ত অংশের কাজ পরিদর্শন করেছেন। মেট্রো রেল সূত্রে খবর, রেলওয়ে নিরাপত্তা কমিশনার সুমিত সিংহল ইয়েলো লাইনের দমদম ক্যান্টনমেন্ট থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত সমস্ত সাব-সিস্টেম যেমন ট্র্যাক, ট্রেন এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার ব্যবস্থা ইত্যাদি নিবিড়ভাবে পরিদর্শন করেছেন, যা যাত্রী পরিষেবা চালুর আগে একটি আবশ্যিক ধাপ।
রাজ্যে রেলের উন্নয়নমূলক কাজের উল্লেখ
রেলমন্ত্রী তার চিঠিতে পশ্চিমবঙ্গের রেল পরিষেবার উন্নয়নে কেন্দ্রীয় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও উল্লেখ করেছেন। রেলমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় ৮৩,৭৬৫ কোটি টাকার রেল প্রকল্প চলছে। চলতি বাজেটে রাজ্যটির জন্য ১৩,৯৫৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই বরাদ্দের অংশ হিসেবে রাজ্যের ১০১টি রেল স্টেশনকে বিশ্বমানের স্টেশন হিসেবে গড়ে তোলার কাজ চলছে। এছাড়াও, ইতিমধ্যেই ৯টি বিশ্বমানের বন্দে ভারত এক্সপ্রেস এবং ২টি অমৃত ভারত ট্রেন চালু হয়েছে।
পর্যবেক্ষকদের মতে, এই আমন্ত্রণটি কেন্দ্র-রাজ্য সম্পর্কের মধ্যে সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে। এখন অপেক্ষা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে এই অনুষ্ঠানে যোগদান করেন কি না, তার ওপর।