kolkata-metro

ব্যুরো নিউজ, ২০ জুন: ফের বদল মেট্রোর সময় সূচিতে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রাত্রীকালীন মেট্রো পরিষেবা চালু করেছিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। পরীক্ষামূলক ভাবে ব্লু লাইনে এই পরিষেবা চালু হয়েছিল গত ২৫ মে থেকে। এই পরিষেবায় সোম থেকে শুক্র কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে মেট্রো ছাড়ছিল রাত ১১টায়। কিন্তু বেশিরভাগ দিনই মেট্রো থাকে ফাঁকা। কিছু সংখ্যক অফিসকর্মীরাই থাকেন মেট্রোতে। রাতে অধিকাংশ স্টেশনে ঢোকার গেট বন্ধ থাকার দরুণ অনেকেই গেট খুঁজে না পেয়ে ফিরে যান। ফলে যাত্রী সংখ্যা কমছে। এতে লোকসান হচ্ছে মেট্রোর। চিন্তা বাড়ছিল মেট্রো কর্তৃপক্ষের। আর সেই কারণেই ফের বদল করা হচ্ছে মেট্রোর সময়সীমা।

বায়ুমন্ডলে দূষণ বাড়াচ্ছে ইলন মাস্কের স্টারলিঙ্ক স্যাটেলাইট! আরও বাড়বে দূষণের মাত্রা! কি বলছেন গবেষকরা?

রাত্রিকালীন মেট্রো পরিষেবায় বদল

BJP Helpline

এবার থেকে দুই প্রান্তিক স্টেশন থেকে রাত ১১টার পরিবর্তে মেট্রো ছাড়বে রাত ১০টা ৪০ মিনিটে। আগামী সোমবার থেকে চালু হবে নতুন মেট্রো পরিষেবা। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রাতের মেট্রো পরিষবায় টোকেন, স্মার্ট কার্ড বিক্রির জন্য কোনও স্টেশনে কাউন্টার খোলা থাকবে না। UPI পেমেন্ট মোড ব্যবহার করে সমস্ত স্টেশনে বসানো ASCRM মেশিন থেকে যাত্রীদের টোকেন নিতে হবে। স্মার্ট কার্ডও ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর