ব্যুরো নিউজ,২৬ ফেব্রুয়ারি :আসন্ন আইপিএল মরসুমে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এখনও তাদের নতুন অধিনায়ক ঘোষণা করেনি। তবে দলের নেতৃত্বের দৌড়ে অন্যতম নাম হচ্ছে বেঙ্কটেশ আয়ার। মধ্যপ্রদেশের অলরাউন্ডার নিজে দায়িত্ব নিতে প্রস্তুত এবং দলের নেতা হতে তাঁর আত্মবিশ্বাসও দৃঢ়।বেঙ্কটেশ আয়ার ২০২১ সাল থেকে কেকেআরের হয়ে খেলে আসছেন। গত নিলামে ২৩ কোটি ৭৫ লাখ টাকা খরচ করে তাকে আবার কিনে নেয় কেকেআর কর্তৃপক্ষ। যদিও নেতৃত্ব দেওয়ার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই তার, তবুও তিনি নিজেকে প্রস্তুত বলে মনে করেন।
অক্ষরের হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া করার খেসারত নৈশভোজ, সেটাও পূরণ করলেন না রোহিত?
অধিনায়কত্ব একটা তকমা
এক সাক্ষাৎকারে বেঙ্কটেশ বলেন, “অবশ্যই, আমি প্রস্তুত। আমি আগে অনেকবার বলেছি এবং আবারও বলছি—অধিনায়কত্ব একটা তকমা। আমি বিশ্বাস করি, নেতৃত্ব দেওয়া খুবই গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন, “যদি আমাকে দায়িত্ব দেওয়া হয়, আমি তা পালন করব। দায়িত্ব গ্রহণের কোনো কারণ নেই না করার।”বেঙ্কটেশ আয়ার জানান, তার মূল লক্ষ্য দলের সামনে নেতৃত্বের পরিচয় না নিয়ে সতীর্থদের পাশে দাঁড়িয়ে তাঁদের নেতা হয়ে উঠা। তিনি বলেন, “সাজঘরে যদি নেতা হতে পারি, তবে অধিনায়ক হওয়ার তকমা আমার প্রয়োজন নেই। আমি চাই দলের সামনে উদাহরণ স্থাপন করতে। মাঠে এবং মাঠের বাইরেও আমার সতীর্থদের আদর্শ হয়ে উঠতে চাই।”
তিনি আরও যোগ করেন, “মধ্যপ্রদেশ দলে আমি অধিনায়ক না হলেও, আমার মতামত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, যে পরিবেশে সবাই নিজের মতামত প্রকাশ করতে পারে, তা দলের জন্য উপকারী। দলের মধ্যে প্রত্যেক ক্রিকেটারের মূল্য সমান, আর তাদের মতামতও সমানভাবে গুরুত্ব পাবে।”
বাংলাদেশের বিদায়ের পর অধিনায়ক শান্তর ক্ষোভ: অভিযোগের আঙুল ব্যাটারদের দিকে
গত আইপিএলে কেকেআরের অধিনায়ক ছিলেন শ্রেয়স আয়ার, যিনি এবার দলের বাইরে চলে গেছেন। ২০২৩ সালের অধিনায়ক নীতীশ রানা দল ছেড়ে নতুন দলে চলে যাওয়ায় কেকেআরকে নতুন অধিনায়ক নির্বাচিত করতে হবে। বেঙ্কটেশ আয়ারের সঙ্গে এই দায়িত্বের দৌড়ে আছেন অজিঙ্ক রাহানে। এখন দেখার বিষয়, কেকেআর কর্তৃপক্ষ তাদের নতুন অধিনায়ক হিসেবে কাকে বেছে নেয়।