ব্যুরো নিউজ,২৯ নভেম্বর:আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)। এবারের উৎসব ৩০ তম বর্ষে পা দিতে চলেছে। উৎসবের আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং সিনেমাপ্রেমীরা উত্তেজিত হয়ে অপেক্ষা করছেন এই আন্তর্জাতিক উৎসবের জন্য। তবে, এবারের উৎসবের মঞ্চে দেখা যাবে না বলিউডের বেশ কিছু জনপ্রিয় তারকাদের।তাদের মধ্যে অন্যতম হলেন শাহরুখ খান, সলমন খান ও অমিতাভ বচ্চন।
বাংলাদেশে উত্তেজনার মধ্যে মোদী-জয়শঙ্কর সাক্ষাৎ, কি সিদ্ধান্ত আসতে চলেছে?
কে কে আসছেন?
নবান্ন সূত্রে জানা গেছে, এবারে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই তিন বিখ্যাত তারকা উপস্থিত থাকতে পারবেন না।জানা যাচ্ছে, বিশেষ কিছু নিরাপত্তা জটিলতার কারণে শাহরুখ খান ও সলমন খানও আসতে পারবেন না। তবে, অমিতাভ বচ্চনও এবার চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকতে পারবেন না।তবে এবার এই উৎসবে উপস্থিত থাকছেন শাবানা আজমি, জাভেদ আখতার এবং শত্রুঘ্ন সিনহা।এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে, তবে এবারের উৎসবে বাংলাদেশ থেকে কোনো ছবি অংশগ্রহণ করবে না। প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে একমাত্র ‘ডিয়ার মালতি’ নামে একটি ছবি আবেদন করেছিল, তবে সেটি নির্বাচিত হয়নি। এছাড়া, ভিসা জটিলতার কারণে বাংলাদেশের কোনো অতিথি এবারের উৎসবে অংশ নিতে পারবেন না।
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ এবং ইসকন সন্ন্যাসীর মুক্তি দাবি শেখ হাসিনার
অপরদিকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে ১৪টি ছবির মনোনয়ন হয়েছে, যার মধ্যে রয়েছে ফ্রান্স, বুলগেরিয়া, জাপানসহ বিভিন্ন দেশের ছবি।বিশেষভাবে, ইরানি চলচ্চিত্র পরিচালক জাফর পনাহির পরিচালিত ‘দ্য উইটনেস’ ছবিটি এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, যা ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল।অতএব, এবারের চলচ্চিত্র উৎসব শুধু দেশীয় সিনেমা প্রেমীদের নয়, আন্তর্জাতিক দর্শকদের জন্যও আকর্ষণীয় হতে চলেছে।