ব্যুরো নিউজ,২৬ ফেব্রুয়ারি :কলকাতায় বাড়ি বাড়ি গ্যাস সরবরাহের জন্য দীর্ঘ প্রতীক্ষিত গ্যাস পাইপ লাইনের কাজ শীঘ্রই শুরু হতে চলেছে। গত এক বছরেরও বেশি সময় ধরে নানা কারণে প্রকল্পটি থমকে ছিল, তবে এখন পরিস্থিতি বদলেছে এবং মার্চ মাসে এই প্রকল্পের কাজ আবার শুরু হতে পারে। এই প্রকল্পটি কলকাতার গ্যাস সরবরাহ ব্যবস্থা আরও উন্নত করবে, যার মাধ্যমে শহরের প্রতিটি বাড়িতে সরাসরি গ্যাস পৌঁছাবে।
প্রাথমিক নিয়োগ কেলেঙ্কারিতে নতুন মোড়: সুজয়কৃষ্ণ ভদ্র ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়াল!
গ্যাস সরবরাহ
গ্যাস পাইপ লাইনের কাজ শুরু হতে চলেছে ইএম বাইপাস সংলগ্ন কালিকাপুর থেকে যাদবপুর থানার মধ্যে ৪ কিলোমিটার এলাকা জুড়ে। বেঙ্গল গ্যাস কোম্পানির সিইও অনুপম মুখোপাধ্যায় জানান, এই কাজ দুর্গাপুজোর আগেই সম্পন্ন হতে পারে। তবে, গ্যাস সরবরাহ শুরু হতে কিছু সময় লাগবে। প্রকল্পটির সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পরই গ্যাস সরবরাহ করা হবে।এর আগে, রাস্তা খুঁড়ে পাইপলাইন বসানোর খরচ নিয়ে কলকাতা পুরসভা এবং বেঙ্গল গ্যাস কোম্পানির মধ্যে জটিলতা তৈরি হয়েছিল। কলকাতা পুর এলাকায় রাস্তা খুঁড়ে পাইপলাইন বসানোর খরচ অন্যান্য এলাকার তুলনায় পাঁচ গুণ বেশি।
এক মিটার রাস্তা খুঁড়তে এখানে খরচ হয় ৮৪৫ টাকা। এই কারণে গত এক বছরে প্রকল্পের কাজ স্থগিত ছিল। তবে এখন পুরসভার নির্ধারিত রেটে কাজ শুরু হবে।বর্তমানে, বেঙ্গল গ্যাস কোম্পানি কলকাতা পুরসভার সঙ্গে খরচের হিসাব নিয়ে আলোচনা করেছে এবং মার্চ মাসে কাজ শুরু করার পরিকল্পনা করছে। শহরের ৪ হাজার থেকে ৪,৫০০ কিলোমিটার এলাকায় গ্যাস পাইপ বসানোর কাজ হবে, যা ৭০০ কোটি টাকার বরাদ্দের মধ্যে সম্পন্ন হবে। তবে, পুরসভার নির্ধারিত রেটে এই বাজেটে কাজ সম্পূর্ণ করা সম্ভব হবে না বলে বেঙ্গল গ্যাস জানিয়েছে।
ঘরের এই জিনিসগুলি বাধা দেয় আর্থিক উন্নতির, সুতরাং সরিয়ে ফেলুন এক্ষুনি
এছাড়া, বেঙ্গল গ্যাস কোম্পানি গয়েশপুরের পর ব্যারাকপুরে গ্যাস পাইপলাইন স্থাপন করতে চায় এবং এজন্য শিল্পসচিব বন্দনা যাদবকে চিঠি পাঠানো হয়েছে। এছাড়া, হুগলির মগরা থেকে উলুবেড়িয়া পর্যন্ত গ্যাস পাইপ বসানোর কাজ চলছে। এ বছর দুর্গাপুজোর আগেই হুগলির বেশ কিছু এলাকা এবং নদিয়ার কল্যাণী ও উত্তর ২৪ পরগনার কিছু এলাকায় গ্যাস সরবরাহ শুরু হতে পারে।