kolkata film festival

ব্যুরো নিউজ, ২৫ জুলাই: এবছর কলকাতায় ৩০ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ৪ ডিসেম্বর চলবে ১১ই ডিসেম্বর পর্যন্ত।ধনধান্য স্টেডিয়ামে উত্তম কুমারের প্রয়াণ দিবসের অনুষ্ঠানে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কথা বলার অধিকার নেই মুখ‍্যমন্ত্রীর?অভিযোগ আদালতে, তোলপাড় বাংলা

কে গ্রহণ করবেন দায়িত্বভার

কিন্তু এই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারপারসন আর নেই পরিচালক রাজ চক্রবর্তী। তাহলে সেই দায়িত্বভার কে গ্রহণ করবেন? এই নিয়ে চলছিল বিস্তর জল্পনা। অবশেষে নাম প্রকাশে আনলেন মুখ্যমন্ত্রী নিজেই। ৩০ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারপারসন হলেন পরিচালক গৌতম ঘোষ এবং সহ চেয়ারপারসনের দায়িত্বভার নিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

খোদ কলকাতা শহরে রেশনের চাল পাচারকারী গ্রেফতার

এদিন মমতা বাংলা চলচ্চিত্রে প্রসেনজিতের চার দশক ধরে অতুলনীয় অবদানের কথা তুলে ধরেছেন।প্রসঙ্গত উল্লেখ্য চলতি মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে ধনধান্য স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য মহানায়ক সম্মান পান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার পাশাপাশি সম্মান পান নচিকেতা, শুভাশিস মুখোপাধ্যায়, রচনা বন্দোপাধ্যায়, অম্বরিশ এবং রুক্মিণী মৈত্র।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান ২০২৩ সাল পর্যন্ত মোট ২৩ জন অভিনেতা কে মহানায়ক সম্মানে সম্মানিত করা হয়েছে। এবং ১৪১ জন অভিনেতাকে বিশেষ চলচ্চিত্র পুরস্কারে ভূষিত করা হয়েছে।মহানায়ক উত্তম কুমার পুরস্কার প্রদান উৎসব প্রথম শুরু হয়েছিল ২০১২ সালে উত্তম কুমারের মৃত্যুবার্ষিকীর দিন। অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল উত্তম মঞ্চে। এই অনুষ্ঠানটি মহা ধুমধাম এর সাথে প্রত্যেক বছর আয়োজিত হয়। বিভিন্ন কলা কুশলী থেকে বলিউডের তাবড় তাবড় অভিনেতাদের ও সমারহ ঘটে এই দিনটিতে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর