কলকাতায় চালু হল প্রথম বিদ্যুৎচালিত ভেসেল

ব্যুরো নিউজ,১০ জানুয়ারি:বাংলা রাজ্যে জলপথ পরিবহণে একটি ঐতিহাসিক নজির গড়ল। দেশের মধ্যে প্রথমবারের মতো কলকাতার গঙ্গায় চলবে একটি বিদ্যুৎচালিত ভেসেল। বৃহস্পতিবার আউট্রাম ঘাটে এই ভেসেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবহণ দফতর সূত্রে জানা গেছে, এই বিদ্যুৎচালিত ভেসেলটি মিলেনিয়াম পার্কের জেটি থেকে বেলুড়মঠ হয়ে দক্ষিণেশ্বর পর্যন্ত চলাচল করবে। এটি জলপথ পরিবহণের জন্য এক বিশেষ পরিবেশবান্ধব ব্যবস্থা, যা দেশের আর কোথাও এখনও চালু হয়নি।

খলিস্তানপন্থী নেতা হরদীপ সিংহ নিজ্জরের খুনের ঘটনায় কানাডার আদালত চার ভারতীয়কে জামিন দিল

সুবিধাজনক এবং সুরক্ষিত


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘‘এই বিদ্যুৎচালিত ভেসেল পরিবেশ দূষণ কমাতে বিশেষভাবে সাহায্য করবে। এর মাধ্যমে যাত্রীরা যেমন আরও সুরক্ষিত হবেন, তেমনই অনেক বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করবেন।’’ তিনি আরও জানান, রাজ্য সরকার আগামী দিনে আরও ১২টি ই-ভেসেল এবং ১২টি ই-বার্জ চালানোর জন্য পদক্ষেপ নিচ্ছে।নতুন এই ভেসেলে দুটি শ্রেণি থাকবে— শীতাতপ নিয়ন্ত্রিত অংশে ৩০ জন এবং সাধারণ শ্রেণিতে ৬০ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। এটি একটি অত্যন্ত আধুনিক এবং পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা, যা শহরের যাত্রীদের যাতায়াত আরও সুবিধাজনক এবং সুরক্ষিত করে তুলবে।

এক বছরে রেল প্রায় ৩৩৩৭০০০০০০০ টাকা আয় করেছে এই রেল স্টেশন থেকে! জানুন কোন রেল স্টেশন? 

একই দিনে মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলারও আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন, ‘‘২০১১ সালে গঙ্গাসাগরে গিয়ে দেখেছিলাম, কিছুই ছিল না। কিন্তু আজকের দিনে, সেই জায়গায় সমস্ত পরিকাঠামো নির্মাণ করা হয়েছে।’’ তিনি আরও জানান, গঙ্গাসাগর মেলা উপলক্ষে প্রশাসন প্রস্তুত রয়েছে লক্ষ লক্ষ মানুষের জন্য। প্রশাসন মেলা প্রাঙ্গণে নিরাপত্তা এবং জনসাধারণের জন্য যথাযথ ব্যবস্থা নেবে, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মেলার জন্য আগুন জ্বালিয়ে রান্না না করার পরামর্শ দিয়েছেন এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে রান্না করা খাবার নিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এতে পূণ্যার্থীদের জন্য নিরাপদ এবং সুস্থ খাবারের ব্যবস্থা হবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর