কলকাতায় ভূমিকম্প কেঁপে উঠল দক্ষিণবঙ্গ

ব্যুরো নিউজ, ২৫ ফেব্রুয়ারি:মঙ্গলবার ভোর ৬ টা ১০ মিনিট নাগাদ কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গিয়েছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.১। কম্পনের উৎস বঙ্গোপসাগরে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৯১ কিলোমিটার গভীরে, এবং এটি ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) নিশ্চিত করেছে। কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুরসহ কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি এলাকাতে এই ভূমিকম্পের অনুভূতি পাওয়া গেছে। এর পাশাপাশি, ওড়িশার পারাদ্বীপ থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে ভূমিকম্পের এপিসেন্টার অবস্থান করছে।

পাকিস্তান ক্রিকেটে দুর্দশা: চ্যাম্পিয়ন্স ট্রফি পরাজয়ে স্পনসর হারানোর আশঙ্কা

আতঙ্ক সৃষ্টি

এই ভূমিকম্পের খবর কলকাতার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ঘুমন্ত অবস্থায় বহু মানুষ হঠাৎ কম্পনের অনুভূতি পেয়ে উঠে পড়েন। তবে, শুধু কলকাতা নয়, এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে ওড়িশাতেও। এর পাশাপাশি, প্রতিবেশী দেশ বাংলাদেশেও এই কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

গত কয়েকদিনে একাধিক ভূমিকম্পের ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন অঞ্চলে। এর আগে, গতকাল উত্তর প্রদেশের গাজিয়াবাদ এবং হিমাচল প্রদেশের মান্ডি এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছিল। তারও আগে দিল্লি কেঁপে উঠেছিল একটি ভূমিকম্পে। গত সাত দিনের মধ্যে দিল্লি এনসিআর-এ তিনবার ভূমিকম্পের ঘটনা ঘটেছে, যার মধ্যে সোমবার দক্ষিণ দিল্লি এবং গাজিয়াবাদে ভূমিকম্প অনুভূত হয়েছিল।

রাচিন রবীন্দ্রের অনবদ্য শতরানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত সেমিফাইনালে

এদিকে, কলকাতার ভূমিকম্পের কম্পন ছড়িয়ে পড়ার পর, শহরবাসী সহ আশপাশের অঞ্চলের মানুষরা আতঙ্কিত হয়ে ওঠেন। তবে ভূমিকম্পের কারণে কোন ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর এখনও পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর