শীতের আমেজ

ব্যুরো নিউজ,১৯ নভেম্বর:কলকাতায় হালকা শীতের আমেজ শুরু হয়েছে। যা শীতপ্রেমীদের বেশ আনন্দিত করেছে। নভেম্বরের শুরুতে শীতের কোনও লক্ষণ ছিল না। তবে সম্প্রতি ঠান্ডা অনুভূতি বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে কলকাতাবাসী মনে করছেন যে শীতের মৌসুম এসে গেছে। শীতের আমেজের মধ্যেই হাওয়া অফিস থেকে নতুন এক দুঃসংবাদ এসেছে।

বেলডাঙায় হিংসাঃ মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদক্ষেপের নির্দেশ রাজ্যপাল সিভি আনন্দ বোসের

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ

১৫ লক্ষ টাকার চেক ফিরিয়ে নজির গড়লেন রিকশাচালক নুর আলি

নয়াদিল্লির মৌসম ভবন জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে যা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি করেছে। যদিও মৌসম ভবন জানাচ্ছে, এই নিম্নচাপের প্রভাব বাংলায় পড়বে না। ফলে শীতের আমেজে কোনো বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

নিম্নচাপটি এখন তামিলনাড়ু ও শ্রীলঙ্কা উপকূলের দিকে এগোচ্ছে। তাই বাংলায় এর প্রভাব খুবই সীমিত থাকবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই মুহূর্তে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত না হওয়ার দিকে নজর রাখা হচ্ছে।

ইডির বড় অভিযানঃ সান্তিয়াগো মার্টিনের দুর্নীতিতে ১২.৪১ কোটি টাকা উদ্ধার 

সম্প্রতি বাংলায় ‘ডানার’ ঝাপটা অনুভূত হয়েছিল। তবে তার প্রভাব বেশি পড়েছিল ওড়িশায়। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা সহ বেশ কিছু অঞ্চলে অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে ক্ষতি হয়েছিল কৃষিক্ষেত্রে। শাক-সবজি এবং মরশুমের ফল নষ্ট হয়েছিল। সেই দুঃসংবাদ কাটিয়ে এবার কলকাতা সহ গোটা বাংলা শীতের আমেজে ফিরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর