kolkata-bus-o-pedia-new-app-for-commuters

ব্যুরো নিউজ,১৫ অক্টোবর:শহর কলকাতায় বাসে যাতায়াতকারী যাত্রীদের জন্য এসেছে একটি দারুণ সুখবর! প্রযুক্তির নতুন উদ্ভাবনের মাধ্যমে এবার শহরের সমস্ত বাস রুটের তথ্য একত্রে পাওয়া যাবে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে। এই নতুন অ্যাপটির নাম দেওয়া হয়েছে কলকাতা বাস-ও-পিডিয়া (Kolkata Bus-o-Pedia)।

আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার অভিযোগঃ সিবিআইয়ের তদন্ত

দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে

এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই অ্যাপটি বিশেষভাবে কলকাতার বাস রুটগুলোর জন্য ডিজাইন করা হয়েছে। যাত্রীরা সহজেই একটি গুগল ড্রাইভ লিঙ্কের মাধ্যমে এই অ্যাপটির এপিকে ডাউনলোড করতে পারবেন। আশা করা হচ্ছে, চলতি মাসের শেষের আগেই গুগল প্লে স্টোরে অ্যাপটি উপলব্ধ হবে।ডেভেলপারদের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের দীর্ঘদিনের চাহিদা পূরণের লক্ষ্যে এই অ্যাপটি তৈরি করা হয়েছে। এ বিষয়ে প্রতিনিধি অনিকেত বন্দ্যোপাধ্যায় জানান, “আমরা অনেকদিন ধরেই এই অ্যাপ তৈরির পরিকল্পনা করছিলাম। অনলাইনে বিভিন্ন বাসের অবস্থান সম্পর্কিত তথ্য শেয়ার করার পর, আমাদের ফলোয়াররা চাইছিলেন, এটি একটি অ্যাপের মাধ্যমে সহজলভ্য করা হোক।”

লরেন্স বিশ্নোইয়ের গ্যাংয়ের নৃশংসতাঃ সলমন খানকে ফের খুনের হুমকি

অ্যাপটির ডিজাইন অত্যন্ত সহজ এবং ব্যবহারবান্ধব রাখা হয়েছে, যাতে যাত্রীরা সহজেই এটি ব্যবহার করতে পারেন। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হল, অ্যাপটি ব্যবহার করার জন্য কোনো ব্যক্তিগত তথ্য দিতে হবে না। ব্যবহারকারীদের মোবাইল নম্বর বা ইমেল ঠিকানা দেওয়ার প্রয়োজন হবে না, ফলে তাদের গোপনীয়তা সম্পূর্ণরূপে রক্ষা থাকবে।এই অ্যাপটি মূলত কলকাতার স্থানীয় বাসিন্দা, নিত্যযাত্রী এবং পর্যটকদের সুবিধার জন্য ডিজাইন করা হয়েছে। উদ্যোক্তাদের আশা, কলকাতা বাস-ও-পিডিয়া যাত্রীদের যাতায়াতে নতুন সুবিধা এনে দেবে এবং দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর