ব্যুরো নিউজ, ৩ অক্টোবর :মহালয়া শেষ। এখন বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। আর পুজো মানেই বেড়ানোর মেজাজ! কলকাতা বিমানবন্দরের গত এক মাসের যাত্রী সংখ্যা প্রমাণ করছে, পুজো আসতে চলেছে। সেপ্টেম্বর মাসে যাত্রী পরিবহণের পরিসংখ্যান বলছে, এই বছর এত বিপুল সংখ্যক যাত্রী আগে কখনও আসেনি। ২০১৯ সালে বিমানবন্দরে ১৭.৪ লাখ যাত্রী এসেছিলেন। আর এবারের সেপ্টেম্বর মাসে সেই সংখ্যা দাঁড়িয়েছে ১৬.৮ লাখে।
পিংক ফ্লয়েডের গানের স্বত্ব সনি মিউজিকের কাছে বিক্রি হোল ৪০ কোটি ডলারের চুক্তিতে
২০১৯ সালের পর ফের এত যাত্রী
পূর্ববর্তী পাঁচ বছরে এই সময়কালে যাত্রী সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিমানবন্দরের ডিরেক্টর প্রভাত রঞ্জন বেউরিয়া জানান, যাত্রীদের স্বাচ্ছন্দ্য বাড়ানোর জন্য অতিরিক্ত কর্মী নিয়োগ করা হয়েছে এবং ব্যস্ত সময়ে ডিজি যাত্রা লেন খুলে দেওয়া হচ্ছে।
ধোনির সঙ্গে সাক্ষাৎ করতে ১,২০০ কিমি সাইকেল চালালেন যুবক
২০২৩ সালে ১৫.৬ লাখ যাত্রী এসেছিলেন। যা ২০২২ সালের ১৩.৬ লাখের তুলনায় বেশি। ২৯ সেপ্টেম্বর ছিল সবচেয়ে ব্যস্ত দিন, যেখানে প্রায় ৬২,৯১৫ জন যাত্রী কলকাতা বিমানবন্দর ব্যবহার করেছেন।
অক্টোবর মাসে পুজোর সময়ে যাত্রী সংখ্যা আরও বাড়বে। কারণ বহু মানুষ বাড়ি ফেরেন অথবা বেড়াতে যান। এদিকে, সুরক্ষার স্বার্থে অতিরিক্ত সিআইএসএফ সদস্য বিমানবন্দরে মোতায়েন করা হয়েছে। সকল সুযোগ সুবিধার জন্য ব্যাপক প্রস্তুতি চলছে।