বিরাট কোহলি ও রোহিত শর্মার অবসর

ব্যুরো নিউজ,৮ জানুয়ারি:ভারতীয় ক্রিকেটের দুই তারকা, বিরাট কোহলি ও রোহিত শর্মা, দীর্ঘ সময় ধরে দেশের হয়ে খেলছেন। তবে এখন প্রশ্ন উঠছে, তাঁদের অবসর নেবার সময় কি ঘনিয়ে আসছে? বেশ কিছু দিন ধরে তাঁদের ফর্মে ওঠা-নামা দেখা যাচ্ছে এবং সমালোচনার মুখে পড়ছেন দুই ক্রিকেটার। অনেকেই তাঁদের সরে দাঁড়ানোর পরামর্শ দিচ্ছেন, কিন্তু তাঁদের অভাব পূর্ণ করার মতো ক্রিকেটার কি এখন ভারতীয় দলে আছেন?

উদিত নারায়ণের বহুতলে ভয়াবহ আগুন, এক প্রতিবেশীর মৃত্যু

কোহলির রেকর্ড:

বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটে একটি স্বর্ণালী অধ্যায়ের অংশ। ২০০৮ সাল থেকে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন এবং ১৭ বছরে ১২৩টি টেস্ট, ২৯৫টি এক দিনের ম্যাচ এবং ১২৫টি টি-টোয়েন্টি খেলে ৫৪৩টি ম্যাচে ২৭,৩২৪ রান করেছেন। কোহলির শতরানের সংখ্যা ৮১, যা সচিন তেন্ডুলকরের পরে সর্বাধিক। একসময় তাঁর গড় ছিল তিনটি ফরম্যাটেই ৫০-এর বেশি।

রোহিতের রেকর্ড:

রোহিত শর্মার রেকর্ডও অসাধারণ। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর ১৮ বছরের কেরিয়ারে তিনি ৬৭টি টেস্ট, ২৬৫টি এক দিনের ম্যাচ এবং ১৫৯টি টি-টোয়েন্টি খেলেছেন। তিন ফরম্যাট মিলিয়ে তাঁর রান ১৯,৩৯৮। রোহিত একমাত্র ক্রিকেটার, যার একদিনের ক্রিকেটে তিনটি দ্বিশতরান রয়েছে।

শুক্রের মালব্য রাজযোগঃ তিনটি রাশির জাতক-জাতিকাদের জন্য সৌভাগ্যের সময়। জেনে নিন কোন কোন রাশি

নতুন প্রজন্ম:

ভারতীয় দলে নতুন ক্রিকেটারদের উন্নতি হতে দেখে কোহলি ও রোহিতের অভাব পূরণের আলোচনা শুরু হয়েছে। শুভমন গিল এবং যশস্বী জয়সওয়াল বর্তমানে আলোচনায় রয়েছেন। শুভমন গিলকে এক সময় কোহলির বিকল্প হিসেবে ভাবা হতো। তবে তাঁর ফর্মে কিছুটা ওঠানামা দেখা যাচ্ছে, বিশেষ করে বিদেশি মাটিতে। অন্যদিকে, যশস্বী জয়সওয়াল দিন দিন পরিণত হচ্ছেন এবং তিন ফরম্যাটেই ভারতের প্রথম পছন্দ হয়ে উঠেছেন।

ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত:

ভারতীয় ক্রিকেট বর্তমানে একটি পরিবর্তনশীল সময় পার করছে। যখন সচিন, সৌরভ, রাহুল দ্রাবিড়রা অবসর নিয়েছিলেন, তখনও ভারতের ব্যাটিং অর্ডার নতুন করে সাজাতে হয়েছিল। এখন কোহলি ও রোহিতের অবস্থান শূন্য হতে চলেছে। তবে ভারতীয় ক্রিকেটের পরিকাঠামো ও আইপিএলের মতো প্ল্যাটফর্মের কারণে নতুন ক্রিকেটাররা উঠে আসছে এবং তাদের মধ্যে প্রতিভার অভাব নেই।

চিনি হার্টের জন্য ভালো না খারাপ ? কী বলছে নতুন গবেষণা?

ড্যারেন লেম্যানের কথা:

অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ড্যারেন লেম্যান মনে করেন, ভারতীয় ক্রিকেটে প্রতিভাবান ক্রিকেটাররা আসছেন এবং তারা সেই জায়গা পূর্ণ করতে সক্ষম হবে। তাঁর মতে, ভারতীয় ক্রিকেটে কখনোই সমস্যা হওয়া উচিত নয় কারণ এখানে অনেক বিকল্প রয়েছে। তিনি বলেন, “যেমন কোহলি এবং রোহিতকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তেমনই নতুনদেরও সেই সুযোগ দিতে হবে।”

অবসর নিয়ে প্রশ্ন:

বর্তমানে, কোহলি এবং রোহিতের ব্যাটিং ফর্মে কিছুটা অবনতি হলেও, তাদের অবসর নিয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। বরং তারা আরও কয়েক বছর খেলতে ইচ্ছুক বলে মনে হচ্ছে। এখন দেখা যাক, তাঁদের অভাব পূরণের জন্য যশস্বী, শুভমনরা কতটা সক্ষম হতে পারেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর