দ্বিতীয় সন্তানের মা হলেন কোয়েল মল্লিক

ব্যুরো নিউজ, ১৪ ডিসেম্বর:টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের জীবনে ফের এল খুশির দিন। শনিবার সকালে তার কোল জুড়ে এল এক ফুটফুটে কন্যা সন্তান। বড়দিনের আগে মল্লিক এবং নিশপাল সিং রানের পরিবারে এলো এক নতুন সদস্য। কোয়েলের প্রথম সন্তান, ছোট্ট কবীর, এখন থেকে দাদা হয়ে গেল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে এই আনন্দঘন মুহূর্তের খবর ভাগ করে নিয়েছেন কোয়েল নিজেই। জানা গেছে, মা এবং সন্তান দুজনেই সুস্থ রয়েছেন।

গন্ধে বোঝা যাবে সঙ্গীর যৌন উত্তেজনা! গবেষণায় নতুন চমক

মল্লিক পরিবারে উৎসবের আবহাওয়া

২০২০ সালের ৫ মে কোয়েল প্রথমবার মা হন। তার কোল আলো করে এসেছিল ফুটফুটে পুত্রসন্তান কবীর। সেই বছর অষ্টমীর দিন ছেলের নাম প্রকাশ্যে এনেছিলেন তিনি। এবার দেবীপক্ষের সূচনাতেই কোয়েল জানিয়ে দিয়েছিলেন, তাদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। এবার সেই আনন্দময় অপেক্ষার অবসান। দ্বিতীয় সন্তানের আগমন মল্লিক এবং নিশপাল সিং পরিবারের সকলকে আনন্দে ভরিয়ে দিয়েছে।প্রায় সাত বছরের প্রেমের সম্পর্কের পর, ২০১৩ সালে বিয়ে করেন কোয়েল মল্লিক ও নিশপাল সিং রানে। ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছিল তাদের বিবাহ পর্ব।পুত্রের পর এবার কন্যার জন্ম হওয়ায় মল্লিক পরিবারে দ্বিগুণ খুশির হাওয়া।

রশ্মিকা মন্দানার ক্ষোভঃ সবকিছুর জন্য একমাত্র আল্লু অর্জুনকেই দায়ী করা ঠিক নয়

কোয়েল সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ‘আজ সকালে আমাদের কোল আলো করে এল এক ছোট্ট পরী। আমরা আনন্দে আপ্লুত। আপনাদের শুভকামনা এবং ভালোবাসার জন্য ধন্যবাদ। মা ও মেয়ে দুজনেই সুস্থ রয়েছি।’ কোয়েলের এই সুসংবাদের পর ভক্ত এবং টলিউডের সহকর্মীদের শুভেচ্ছাবার্তায় ভরে গেছে সোশ্যাল মিডিয়া। একদিকে বড়দিনের আনন্দ, অন্যদিকে মল্লিক পরিবারের নতুন সদস্যের আগমন— সব মিলিয়ে যেন উৎসবমুখর পরিবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর