kirti azad chaos rally

ব্যুরো নিউজ, ৩১ মার্চ, রাত্না দাস:বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারের পর এবার কীর্তি আজাদের সামনেই মারামারি হাতাহাতিতে জড়িয়ে পড়ল দুই তৃণমূল নেতা ও তাদের দলবল। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সব প্রার্থীদেরই প্রচার তুঙ্গে ।তারপর আজ রবিবার সকাল সকাল বেরিয়ে পড়েছেন সব প্রার্থীরাই। এরই মধ্যেতৃণমূলের দুই নেতার কীর্তিতে মাথায় হাত দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের। দুর্গাপুরের দলীয় প্রার্থী কীর্তি আজাদের সামনেই হাতাহাতিতে জড়ালেন তৃণমূলের দুই নেতা। কে আগে সংবর্ধনা দেবে কে আগে গ্রাম ঘোরাবে প্রার্থীকে সেই নিয়ে বচসা।

এবার বাঁকুড়াতে প্রার্থী দিল কুড়মি সমাজ

তৃণমূল কংগ্রেস প্রার্থীর এবার মাথায় হাত

বিরাটিতে পাঁচ তলা বাড়ির অংশ মাথায় পড়ে মহিলার মৃত্যু! গ্রেফতার প্রোমোটার-সহ ছয় ব্যক্তি

দুর্গাপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ড এর আমরাই গ্রামের ঘটনা। সূত্র মারফত জানা যায় এই ওয়ার্ডে তৃণমূলের শ্রমিক সংগঠনের গোষ্ঠী দ্বন্দ্ব ছিল বহুদিন ধরে। প্রাক্তন এবং নবীন নেতৃত্বের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে গন্ডগোল বচসা লেগেই থাকতো। আর একইভাবে প্রার্থী কীর্তি আজাদকে কারা আগে সংবর্ধনা দেবে কারা কোন গ্রামে আগে নিয়ে গিয়ে ঘোরাবে সেই নিয়ে শুরু হয় বচসা এবং প্রার্থীর সামনেই যা হাতাহাতিতে পর্যন্ত পৌঁছে যায়। এমন অবস্থায় প্রার্থী কীর্তি আজাদ তার দলের সৈনিকদের কীর্তি দেখে রীতিমতো মাথায় হাত দিয়ে পাশের একটি কালীমন্দিরে গিয়ে বসে পড়েন। কিছু সময় পর আইএনটিইউসির জেলা নেতৃত্বের হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর