kirans-good-news-increased-income

ব্যুরো নিউজ, ১৭ অক্টোবর :বাংলার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কিরণ দত্ত। যিনি ‘দ্য বং গাই’ নামেও পরিচিত। কিরণ কলেজে পড়াকালীনই স্থির করেছিলেন যে তিনি সোশ্যাল মিডিয়া স্টার হবেন। ছোট্ট একটি ফোন দিয়ে ভিডিও তৈরি করতে শুরু করেছিলেন। প্রথমে পরিবারের কেউ তার পাশে ছিল না, তবে যখন টাকা আসতে শুরু করে, তখন তার মা বুঝতে পারেন যে ছেলে কিছু ভুল করছে না। এরপর থেকেই কিরণের সাফল্যের যাত্রা শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় তার ভিডিওগুলি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে লাখ লাখ ভিউ পেতে শুরু করে।

 মিষ্টি মেয়েকে নিয়ে শুভশ্রীর নতুন ছবি দেখে মুগ্ধ  নেটিজেনরা ! কি সেই ছবি দেখুন ?

সুখবর কি বলেন কিরণ

সম্প্রতি তিনি নিজেই তার সুখবরটি শেয়ার করেছেন। বর্তমানে কিরণের সোশ্যাল মিডিয়ায় সাবস্ক্রাইবার সংখ্যা দাঁড়িয়েছে ৪.০৮ মিলিয়ন, অর্থাৎ ৪০ লক্ষেরও বেশি। এখন কিরণ দত্ত বাংলার এক নম্বর ইউটিউবার হিসেবে পরিচিতি পেয়েছেন। ফোর্বসের তালিকায় ভারতের সেরা ১০০ কনটেন্ট ক্রিয়েটারের মধ্যে ১০ নম্বরে স্থান অধিকার করেছেন। খবরটি শেয়ার করে কিরণ লিখেছেন, ‘বাপের জন্মে ভাবিনি ফোর্বসে নিজের ছবি দেখতে পাব… আর সেরা ১০০ ডিজিট্যাল স্টারের মধ্যে ১০ নম্বরে থাকার কথা তো ভাবাই যায় না।’

একজন শিক্ষক এক আশ্চর্য  লক্ষ্মী প্রতিমা সৃষ্টি করে তাক লাগাল সবাইকে

কিরণ দাদাগিরির মঞ্চেও ডাক পান এবং সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাথে কথোপকথনের সময় তিনি তার মাসিক আয় প্রকাশ করতে গিয়ে বলেন যে, “আমি সেটা বলব না, তবে ভালই, কাছাকাছি।” শুনে সৌরভ মজা করে বলেন, “কিরণ, কি আমাকে একটা চাকরি দেবেন?” কিরণ হাসতে হাসতে উত্তর দেন।

কুমড়ো বিক্রি করে লটারিতে কোটিপতি হলেন এক যুবক

সোশ্যাল মিডিয়ায় কিরণের বিশাল ফলোয়ার রয়েছে ও তাকে বিভিন্ন অনুষ্ঠানে  ডাক দেওয়া হয়। যদিও কখনও কখনও ট্রোলের শিকার হন, তাতে তিনি খুব একটা গুরুত্ব দিতে চান না। তার এই সাফল্য শুধু তার নিজের নয়, বরং বাংলার যুবসমাজের জন্যও অনুপ্রেরণা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর