আর্শ ডাল্লা গ্রেফতার

ব্যুরো নিউজ,১১ নভেম্বর:পঞ্জাবের লুধিয়ানায় বেড়ে ওঠা আর্শদীপ সিং গিল, বা আর্শ ডাল্লা, এক সময়ের খলিস্তানপন্থী জঙ্গি হিসেবে পরিচিত। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক তার নাম জড়িয়েছে একাধিক অপরাধে, এবং তাকে খলিস্তান টাইগার ফোর্সের সদস্য হিসেবে চিহ্নিত করেছে। ডাল্লা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, যার মধ্যে রয়েছে টার্গেটেড কিলিং, তোলাবাজি, এবং অস্ত্র ও মাদক পাচারের মতো অপরাধ। ২০২৩ সালে তাকে ‘জঙ্গি’ হিসেবে ঘোষণা করা হয় এবং বর্তমানে তার বিরুদ্ধে নানা অপরাধে তদন্ত চলছে।

আরও বাড়ছে পাউরুটির দাম, মধ্যবিত্তের পকেটে চাপ

গুরপ্রীত হরি নাউকে হত্যা

সম্প্রতি কানাডায় আর্শ ডাল্লা গ্রেফতার হয়, যা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। কানাডার হ্যালটন রিজিওনাল পুলিশ সার্ভিসের মাধ্যমে রবিবার তাকে গ্রেফতার করা হয়। ২৭ ও ২৮ অক্টোবর কানাডার মিল্টন শহরে এক শুট আউটের ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়, এবং তার মধ্যে আর্শ ডাল্লা একজন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, ডাল্লার কানাডায় থাকা অবস্থায় তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল খলিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জরের সঙ্গে।ভারত সরকারের তরফে দাবি করা হয়েছে যে, আর্শ ডাল্লা একাধিক খুনের সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে। পঞ্জাবের আইনশৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙার অভিযোগেও তার নাম রয়েছে। পঞ্জাব পুলিশের দাবি, সম্প্রতি দুই শাগরেদকে গ্রেফতার করা হয়েছে যারা শিখ সমাজসেবী গুরপ্রীত হরি নাউকে হত্যার সঙ্গে জড়িত।

ঘুমন্ত তরুণীর ঘরে ভোররাতে সিভিক ভলেন্টিয়ার

আর্শ ডাল্লা মূলত এক ব্যক্তি নন, বরং খলিস্তানি সন্ত্রাসী কার্যক্রমের একটি বড় অংশ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত থাকার পাশাপাশি, ভারত-পাকিস্তান সীমান্তে অস্ত্র ও মাদক পাচারও হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তার গ্রেফতারি নিয়ে ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে, বিশেষত খলিস্তানি ইস্যু নিয়ে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর অভিযোগের পর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর