প্রকাশ্যে এলেন খালেদা জিয়া

ব্যুরো নিউজ,২২ নভেম্বর:বেলা গড়াতেই খালেদা জিয়া তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হন ঢাকায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে।১২ বছর পর প্রথমবারের মতো একটি প্রকাশ্য অনুষ্ঠানে অংশ নেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস, সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ জামান, নৌবাহিনীর প্রধান মহম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মেহমুদ খানসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।

আদানি গ্রুপে ঘুষ কাণ্ডঃ সাগর আদানির বিরুদ্ধে অভিযোগ, তৈরি নতুন বিতর্ক

সংঘাত আরও তীব্র


সশস্ত্র বাহিনী দিবসে খালেদা জিয়াকে মঞ্চে ওঠার পর বিশেষভাবে সংবর্ধনা জানানো হয়। এদিন, বিএনপির মহাসচিব মির্জা ফকরুল আলমগীর আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন খালেদা জিয়াকে দেখে। অনুষ্ঠান শেষে, বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী প্রধান মহম্মদ ইউনুস খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, আজকের এই বিশেষ দিনে আপনাকে এখানে পেয়ে আমরা গর্বিত।দীর্ঘ একযুগ পর আপনি এই মহাসম্মিলনীতে অংশ নিতে পেরেছেন। আপনার শারীরিক অসুস্থতা সত্ত্বেও এদিন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।এছাড়া, ইউনুস আরও বলেন, আপনার উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। আজকের দিনটি বাংলাদেশের রাজনীতিতে একটি স্মরণীয় মুহূর্ত। তবে, খালেদা জিয়ার উপস্থিতি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, দীর্ঘ দিন ধরে তিনি শারীরিক কারণে হাসপাতালে ছিলেন, এবং গত কয়েক বছরে শেখ হাসিনা এবং খালেদা জিয়ার রাজনৈতিক সংঘাত আরও তীব্র হয়ে উঠেছিল।

বীরভূমে তৃণমূলের অন্দরে অশান্তিঃ চন্দ্রনাথ সিনহার অফিস দখল নিয়ে নতুন লড়াই

বর্তমানে শেখ হাসিনা বিদেশে থাকায় আওয়ামী লীগের অবস্থাও সংকটের মধ্যে রয়েছে। এর মধ্যে খালেদা জিয়ার উপস্থিতি অনেকের কাছে রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব বহন করে।এদিনের অনুষ্ঠানে খালেদা জিয়ার উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর