কলকাতা চলচ্চিত্র উৎসব ২০২৪

ব্যুরো নিউজ, ৩০ নভেম্বর : ৪ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে ৩০-তম কলকাতা চলচ্চিত্র উৎসব (কিফ)। এবারের উৎসবের বিশেষ আকর্ষণ থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় তৈরি থিম সং যা গেয়েছেন জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী। ৩০ বছর পূর্ণ করার এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে ধনধান্য অডিটোরিয়ামে। যেখানে তপন সিনহার জনপ্রিয় ছবি ‘গল্প হলেও সত্যি’ প্রদর্শিত হবে। এবছর তপন সিনহার জন্মশতবর্ষও পালিত হচ্ছে। যা উৎসবে আরও বিশেষ একটি মুহূর্ত তৈরি করবে।

দিলজিতের কলকাতা শো নিয়ে উন্মাদনা, বিতর্ক ও ভক্তদের ভালোবাসা

নন্দন চত্বরেও থাকছে সিনে আড্ডার বিশেষ আয়োজন

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রধান অনুষ্ঠানগুলি ছাড়াও এবারের কিফে মোট ১৭৫টি ছবি প্রদর্শিত হবে। এর মধ্যে ১২৭টি ফিচার ফিল্ম এবং ৪৮টি শর্ট ফিল্ম থাকবে। বিশ্বের ২৯টি দেশ এই উৎসবে অংশগ্রহণ করছে আর ফোকাস কান্ট্রি হিসেবে থাকবে ‘ফ্রান্স’। কিংবদন্তি ফরাসি পরিচালকদের কিছু বিশেষ ছবি এই উৎসবে প্রদর্শিত হবে।কিফের সাংবাদিক বৈঠকে মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, কলকাতায় এবারে ছবির প্রদর্শন হবে নানা জায়গায়। নন্দন, রবীন্দ্রসদন, শিশির মঞ্চের পাশাপাশি, নজরুল তীর্থ, নবীনা, নিউ এম্পেয়ার, রাধা স্টুডিওসহ একাধিক সিনেমা হলে হবে ছবি প্রদর্শন। এর পাশাপাশি নন্দন চত্বরে সিনে আড্ডার আয়োজন থাকবে প্রতিদিন।

দার্জিলিং-এর  চিড়িয়াখানায় এসেছে নতুন অতিথি, জেনে নিন কোন অতিথি ?

এছাড়া উৎসবের অংশ হিসেবে বিশেষ শ্রদ্ধাঞ্জলি জানানো হবে কিংবদন্তি ব্যক্তিত্বদের যেমন তপন সিনহা, মার্লন ব্র্যান্ডো, মার্সেলো মাস্ত্রোইয়ানি, হরিসাধন দাশগুপ্ত, অরুন্ধতী দেবীসহ আরও অনেককেই। ক্লোসিং সেরেমনি রবীন্দ্রসদনে অনুষ্ঠিত হবে। উৎসবের এই ৩০ বছরের যাত্রা আরও একবার প্রমাণ করে কলকাতার চলচ্চিত্র ঐতিহ্য এবং শিল্পীদের প্রতি গভীর শ্রদ্ধা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর