ব্যুরো নিউজ, ৩০ জুন : এখনই জেলমুক্তি নয়, জেলেই থাকতে হবে কেজরীওয়ালকে।
রথযাত্রা উপলক্ষে ৩১৫টি বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা
তিনদিনের সিবিআই হেফাজত শেষে শনিবার কেজরীওয়ালকে আদালতে পেশ করা হয়। সেখানেই ১২ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত।
আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ নিজ বাসভবন থেকে ইডির হাতে গ্রেফতার হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। সেই মামলাতেই হাজত বাস করছেন কেজরীওয়াল। গত শনিবার হেফাজত শেষে আদালতে পেশ করা হলে তাঁকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক সুনেনা শর্মা।
এদিন তদন্তের স্বার্থে কেজরীবালকে হেফাজতে নেওয়ার কথা বলে সিবিআই। সিবিআই-এর আশঙ্কা, জামিন পেলে তিনি তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারেন। উনি দিল্লির মুখ্যমন্ত্রী ফলে অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি। তিনি ছাড়া পেলে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন বলে আশঙ্কা সিবিআই-এর।