কীর্তি সুরেশের বিয়ের ছবি ভাইরাল

ব্যুরো নিউজ,১৩ ডিসেম্বর:দক্ষিণী সিনেমা জগতের পরিচিত মুখ কীর্তি সুরেশ সম্প্রতি জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন। বৃহস্পতিবার, গোয়ায় তার বিয়ের অনুষ্ঠান হয়ে গেল, যেখানে তিনি বিয়ে করলেন তার দীর্ঘদিনের প্রেমিক অ্যান্টনি ঠাট্টিলের সঙ্গে। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা, পাশাপাশি দক্ষিণী এবং বলিউডের বেশ কিছু তারকা।

অক্ষয় কুমারের চোখে গুরুতর চোট! ‘হাউসফুল ৫’ শুটিং চলাকালীন দুর্ঘটনা

তার অভিনয়

কীর্তি এবং অ্যান্টনি দীর্ঘদিন একে অপরকে জানার পর প্রেমে পড়েন। তবে তাদের সম্পর্ক ছিল গোপন। সম্প্রতি কীর্তি নিজেই সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। অ্যান্টনি চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত না হলেও, তিনি কেরলের একজন সফল হোটেল ব্যবসায়ী।বিয়ের অনুষ্ঠানের ছবিতে কীর্তি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং তাকে জড়িয়ে ধরেন অ্যান্টনি। দক্ষিণী রীতিতে সাজানো এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণী সুপারস্টার থলপতি বিজয়, অভিনেত্রী মৌনী রায় এবং রশ্মি খন্না সহ আরও অনেকে।

আপনি কি জানেন শীতকালে রক্তচাপ বৃদ্ধি পায়? রইল নিয়ন্ত্রণে রাখার ৬ কার্যকরী টিপস

কীর্তির অভিনীত কিছু জনপ্রিয় ছবির মধ্যে রয়েছে ‘মহানতী’ এবং ‘দশারা’। চলতি মাসেই মুক্তি পাবে তার প্রথম বলিউড ছবি ‘বেবি জন’, যেখানে তিনি বরুণ ধাওয়ানের বিপরীতে অভিনয় করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর