ব্যুরো নিউজ , ১৬ ফেব্রুয়ারি:অনেকেই নরম তোয়ালে কেনেন কিন্তু কয়েক বার কাচার পর তার নরম অনুভূতি আর থাকে না। ওয়াশিং মেশিনে বার বার কাচা, কড়া সাবান ব্যবহার কিংবা চড়া রোদে তোয়ালে শুকানোর ফলে এই সমস্যা হয়। সেক্ষেত্রে, তোয়ালের নরম ভাব চলে গিয়ে তা হয়ে যায় খরখরে। শুধু তা-ই নয়, তোয়ালের জল শুষে নেওয়ার ক্ষমতাও কমে যায়। কিন্তু চিন্তা নেই, এই সমস্যার সমাধান সহজ এবং ঘরোয়া উপায়ে করা সম্ভব।
আশা ভোঁসলেঃ ‘গান ছাড়া জীবন ভাবতে পারি না, আমার শেষ ইচ্ছা গাইতে গাইতে মরতে চাই’
কিভাবে?
এ ক্ষেত্রে, পাতিলেবুর রস ব্যবহার করলে তোয়ালের নরম ভাব আবার ফিরে আসবে। নিয়মিত কাচার সময় সাবান-জলে একটুখানি পাতিলেবুর রস মিশিয়ে নিন। এর ফলে তোয়ালে আরও নরম ও মোলায়েম হয়ে উঠবে এবং দীর্ঘদিন পর্যন্ত নষ্ট হবে না। তাছাড়া, পাতিলেবুর রসের সুবাস তোয়ালেতে থাকবে।
বাথরুমের দুর্গন্ধে প্রান ওষ্ঠাগত? ঘরে তৈরি করুন ফ্রেশনার ,দুর্গন্ধ দূর করার সহজ উপায়
পাতিলেবুর রসে রয়েছে অ্যাসিড জাতীয় উপাদান, যা সাবানের ক্ষারকে কমিয়ে দেয়। এর ফলে, সাবানের গুণ এবং তোয়ালের নরম ভাব বজায় থাকে। এই উপায় শুধু তোয়ালে নয়, বিছানার চাদর বা গামছাও কাচতে ব্যবহার করা যেতে পারে।
কতটা পরিমাণে পাতিলেবুর রস ব্যবহার করবেন?
এটি সম্পূর্ণরূপে নির্ভর করবে আপনি কতটা জিনিস কাচছেন তার উপর। যদি ৩-৪টি বড় তোয়ালে কাচেন, তবে ওয়াশিং মেশিনের তরল সাবানে এক কাপের চার ভাগের এক ভাগ পাতিলেবুর রস মিশিয়ে নিতে হবে। এরপর তোয়ালেগুলিকে চড়া রোদে না শুকিয়ে, হালকা রোদে মেলে দিন। এতে তোয়ালের রংও দীর্ঘকাল ভালো থাকবে এবং তা নরম থাকবে।
ভারতের রান্নাঘরের একটি গোপন ঔষধি । জানুন কি সেই ঔষধি ?
এখন থেকেই এই সহজ উপায়ে আপনার তোয়ালের নরম ভাব বজায় রাখতে পারবেন এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন।