Municipal Recruitment Scam

ব্যুরো নিউজ, ১৭ মে : ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে কাঁথিতে বিজেপি নেতা খুনের ঘটনায় উত্তাল হয় রাজ্য- রাজনীতি। এবার সেই মামলায় সিবিআই-এর নজরে একাধিক নেতা।

নিয়োগ দুর্নীতিতে এবার দেবের নাম? চাকরিপ্রার্থীর অডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে উত্তাল হয় কাথির রাজনীতি। কাঁথি তিন নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নন্দ মাইতিকে মারধরের অভিযোগ ওঠে এলাকার বিজেপি নেতা জন্মেজয় দলুইয়ের বিরুদ্ধে। এরপর ওই বিজেপি কর্মীকে পাল্টা মারধর করে বলে অভিযোগ। ফাঁকা মাঠ থেকে উদ্ধার হয় বিজেপি নেতার দেহ। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এরপর ওই মামলায় মৃত বিজেপি কর্মীর পরিবারের পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি জানালে তদন্তে নামে সিবিআই।

ভোট আবহেই  কাঁথিতে বিজেপি নেতা খুনের ঘটনায় এবার সিবিআই-এর নজরে একাধিক নেতা। ৩০ জন তৃণমূল নেতাকে হাজিরার নির্দেশ দিলে ভোট প্রচারকে অজুহাত করে তারা সকলেই গড় হাজির থাকে। এরপর আজ মাঠে নামে সিবিআই। একাধিক তৃণমূল নেতার বাড়িতে সাতসকালে কড়া নাড়ে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। দুই তৃণমূল নেতার বাড়ি-সহ একাধিক জায়গায় জিজ্ঞাসাবাদ করে।

আজ সকাল ৬টা নাগাদ মারিশদার সিজুয়া গ্রামে তৃণমূল নেতা নন্দদুলাল মাইতির বাড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে  ঘিরে ফেলা হয়। নন্দদুলাল মাইতির ছেলে বুদ্ধদেব মাইতির খোঁজখবর শুরু করে। জিজ্ঞাসাবাদ এমনকি নন্দ মাইতি এবং তাঁর স্ত্রীর ভোটার কার্ড, আধার কার্ড দেখতে চায় তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি তৃণমূল নেতা দেবব্রত পণ্ডা’র বাড়িতেও যায় সিবিআই।

BJP Helpline

এদিকে আইএনটিটিইউসি জেলা সভাপতি বিকাশ বেজের বাড়িতে হানা দেয় তবে সেখানে বিকাশ বেজের বাড়ি তালা বন্ধ পায় সিবিআই। এছাড়াও  আরও কয়েকজন তৃণমূল নেতার বাড়ির খোঁজ খবর নেয় সিবিআই।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর