Pakistan & Kashmir

ব্যুরো নিউজ,১৮ এপ্রিল: কাশ্মীর নিয়ে ফের বিতর্কিত মন্তব্য করলেন পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনির। অনাবাসী পাকিস্তানিদের সঙ্গে কথা বলার সময় তিনি কাশ্মীরকে ইসলামাবাদের “গলার শিরা” বলে বর্ণনা করেন। এই মন্তব্যে কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারত সরকার। ভারতের তরফে স্পষ্ট জানানো হয়েছে, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং পাকিস্তান কেবল বেআইনিভাবে দখল করা অংশ থেকে সম্পূর্ণভাবে সরে গেলেই শান্তি সম্ভব।

শান্তির মুখোশে লুকানো উত্তেজনার আগুন: কী বললেন মুখ্যমন্ত্রী?

পাক সেনা প্রধানের মন্তব্য ও ভারতের জবাব

জেনারেল আসিম মুনির তাঁর বক্তব্যে বলেন, “কাশ্মীর ছিল, আছে এবং থাকবে আমাদের গলার শিরা। আমরা কাশ্মীরকে ভুলতে পারি না। আমাদের কাশ্মীরি ভাইদের আমরা লড়াইয়ে একা ফেলতে পারি না।” এই মন্তব্য করার সময় তিনি জিন্নাহর ‘টু নেশন থিওরি’র উল্লেখ করেন। তিনি বলেন, “আমাদের পূর্বপুরুষরা বিশ্বাস করতেন, আমরা হিন্দুদের থেকে আলাদা। আমাদের ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্য, জীবনদর্শন—সবই আলাদা। সেই বিশ্বাস থেকেই পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছে এবং সেই বিশ্বাসের জন্য বহু মানুষ আত্মত্যাগ করেছেন। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের এই ইতিহাস মনে রাখা উচিত।”

শিক্ষা দুর্নীতি না রাজনৈতিক চিত্রনাট্য? রবিবারের পথে জবাব খুঁজছে রাজনীতি

এই বিতর্কিত মন্তব্যের পরেই ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “কোনও বিদেশি ভূখণ্ড কীভাবে অন্য দেশের গলার শিরা হতে পারে? কাশ্মীর ভারতের অঙ্গ এবং থাকবে। পাকিস্তানের সঙ্গে কাশ্মীরের একমাত্র সম্পর্ক হলো—পাকিস্তানের বেআইনি দখলে থাকা অঞ্চলটি খালি করে ভারতকে ফিরিয়ে দেওয়া।” তিনি আরও বলেন, পাকিস্তান একাধিকবার কাশ্মীর নিয়ে ভুল তথ্য ছড়াতে চাইছে এবং আন্তর্জাতিক মঞ্চে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। তবে ভারতের অবস্থান স্পষ্ট—কাশ্মীর ভারতেরই অংশ এবং তা নিয়ে কোনও রকম আপস হবে না।

শুরু ধোঁয়া থেকে, শেষ কোথায়? রেলের আগুন এখন নিয়মিত আতঙ্ক!

এই বিবৃতি দু’দেশের মধ্যে দীর্ঘদিনের কাশ্মীর বিতর্ককে আবারও সামনে এনে দিল। পাকিস্তান কাশ্মীরকে নিজেদের অংশ বলে দাবি করলেও আন্তর্জাতিক মহলের অধিকাংশ দেশ ভারতকেই কাশ্মীরের মালিক হিসেবে স্বীকৃতি দিয়ে এসেছে। ভারতের দিক থেকে বারবার বলা হয়েছে, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং এতে বাইরের কোনও হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর