কসবায় শুটআউট কাণ্ডঃ

ব্যুরো নিউজ,১৭ নভেম্বর:কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর গুলি চালানোর ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই এই ঘটনায় মূল অভিযুক্ত ইকবালকে পূর্ব বর্ধমানের গলসি থেকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় উঠে আসছে আফরোজের নামও, যাকে সুশান্ত ঘোষ চেনেন না বলে জানিয়েছেন।সুশান্তবাবু জানান, এই হামলা কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ফল নয়। তিনি বলেন, ৩৫ বছর ধরে রাজনীতি করছি। বিরোধী দলের কোনো যোগ আছে বলে মনে হয় না। এটি দীর্ঘদিন রেইকি করার ফল। বাইরে থেকে অপরাধী এনে পরিকল্পনা করে এই হামলা চালানো হয়েছে।

অনুব্রত মণ্ডলের ক্ষমতা কি এবার শেষ হতে চলেছে? বীরভূমে তৃণমূলের নতুন সমীকরণে প্রশ্নচিহ্ন

মমতা-অভিষেকের সমর্থন


ঘটনার পরদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় সুশান্তবাবুকে ফোন করে দলের সমর্থনের কথা জানান। পরদিন মমতা বন্দ্যোপাধ্যায়ও ফোন করে সুশান্তবাবুর খোঁজ নেন। সুশান্ত ঘোষ জানান, দলের শীর্ষ নেতৃত্ব তার পাশে রয়েছে।পুলিশ এই ঘটনায় অভিযুক্ত ইকবালকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে। সুশান্তবাবুর দাবি, পুলিশ এই ঘটনার পিছনে অপরাধমূলক চক্রকে চিহ্নিত করবে।কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ঘটনাস্থল পরিদর্শন করে সুশান্ত ঘোষ ও তার পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, শহরের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে কড়া পদক্ষেপ নিতে হবে। কোনো অপরাধীকেই রেয়াত করা যাবে না।

রাজ্যে আবহাওয়ার পূর্বাভাসঃ কোথায় কুয়াশা, কোথায় ঠান্ডা?

এই ঘটনায় কলকাতার রাজডাঙা থেকে শুরু করে রাজ্য রাজনীতিতেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রের দাবি, ইকবালের গ্রেফতারি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সুশান্ত ঘোষের পাশে থাকার বার্তা দিলেও ঘটনাটি নিয়ে বিরোধী শিবির থেকে নানা প্রশ্ন উঠে আসছে। তবে পুলিশি তদন্তের মাধ্যমে পুরো সত্য উদঘাটন করা হবে বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর