Kanchankanya Express

ব্যুরো নিউজ, ৩ জুলাই : বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল কাঞ্চনকন্যা এক্সপ্রেস। বলতে গেলে ট্রেনের চালকের বুদ্ধিতেই দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। সঙ্গে বহু মানুষের প্রাণও বেঁচেছে। জানা যাচ্ছে, শিয়ালদাগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস যখন চালসার দিক থেকে যখন মালবাজারের দিকে যাচ্ছিল সেই সময় ঘটতে পারত বড়সড় দুর্ঘটনা। কারণ মালবাজারের কাছে চা বাগান এলাকায় একটি রেলগেট রয়েছে। দ্রুত গতিতে ট্রেনটি যখন আসছিল তখন চালক দেখতে পান সিগন্যালে সবুজ বাতি অর্থাৎ থ্রু পাস। চালকের আরো সন্দেহ হয় তিনি দেখেন রেল গেটের গার্ড পতাকা হাতে দাঁড়িয়ে নেই। তৎক্ষণাৎ চালক এমারজেন্সি ব্রেক কষে গাড়ি থামিয়ে দেন।

মোদীর ভাষণ চলাকালীন ওয়াক আউট বিরোধীদের! কড়া জবাব প্রধানমন্ত্রীর

রেলগেট খোলা অথচ সিগন্যাল সবুজ!

BJP Helpline

অন্যদিকে রেলগেট খোলা থাকায় সেই সময় লাইন পারাপার করছিল প্রচুর বাইক, সাইকেল এবং ছোট গাড়ি। চালক ট্রেন থামিয়ে দেওয়ায় এড়ানো গেছে বড় বিপদ। ট্রেন থামিয়ে চালক ও অন্যান্য কর্মীরা গেটম্যানের ঘরে গিয়ে দেখেন গেটম্যান বসে আছেন। নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চান। সূত্রের খবর রেলগেট যে খোলা রয়েছে সেটা বেমালুম ভুলে গিয়েছিলেন গেটম্যান। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চালক তৎপর না হলে গত ১৭ জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যে দুর্ঘটনার কবলে পড়েছিল সেই স্মৃতি ফিরে আসত। বরাত জোরে বেঁচে গিয়েছেন যাত্রীরা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর